কেমন আছেন সবাই? টিউটোরিয়াল দিতে একটু দেরি হয়ে গেলো এক্সাম থাকার কারণে। আজকের পর্বে C# এর প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে। সাথে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবেন বিভিন্ন ডেটা টাইপের তা দেখানো হয়েছে। আশা করি সবাই উপভোগ করবেন। ধন্যবাদ।
আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার টিউন গুলো খুবই মান সম্মত আর বৈশিষ্ট্য সম্পন্ন হচ্ছে। আপনার টিউন গুলো টেকটিউনসের চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচিত হয়েছে।
সকল টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত হয় না। চেইন টিউনে অন্তর্ভুক্ত হতে আপনাকে বেশ কিছু গাইডলাইন ফলো করতে হবে :
তবে আপনি যদি অরিজিনাল ও ইউনিক টপিক আবিষ্কার করে তা নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন তবে তা খুবই ভালো। কিন্তু ইন্টারনেটের এর এই যুগে কোন টপিকই ইউনিক নয়। যে কোন টপিক কোথাও না কোথায়, কোন না কোন ব্যক্তি সে বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করেছে। তাই টেকিটিউনসে আপনি যে কোন বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল যে কোন টপিকের উপর বেসিস করে অরিজিনাল ও মৌলিক কন্টেন্ট তৈরি করতে পারবেন।
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ([ ]) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ([ ]) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো হতে।
যদি চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো পর্বের শিরোনাম প্রথমে সংশোধন করতে হবে ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম গুলো মেইনটেইন করতে হবে।
টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন না করলে বা ভুল টিউনের শিরোনাম দিলে, শিরোনাম গুলো হুবহু চেইন টিউনের শিরোনাম মুতাবেক না হলে চেইন টিউনের কোন টিউন চেইন এর অন্তর্ভুক্ত করা হবে না।
এ চ্যানেলের প্রতিটি ভিডিও কোয়ালিটি, উদাহরণ সরূপ নিন এবং এ ভিডিও গুলোর উদাহরণ হিসেবে কোয়ালিটি ভিডিও তৈরীতে আপনাকে দারুন ভাবে সহায়তা করবে।
হাই কোয়ালিটি ও হাই কোয়ালিটি ও প্রফেশনাল মানের টিউন থাম্বনেইল তৈরি করতে আপনাকে দক্ষ গ্রাফিক্স ডিজাইনার কোর্স করা বা শেখার কোন প্রয়োজন নেই। অনলাইনে হাজারও টুল রয়েছে যার মাধ্যমে আপনি অল্প সময় ব্যয় করেই অসাধারণ সব টিউন থাম্বনেইল যোগ করতে পারবেন। নিচে কিছু টুল দেওয়া হলো যেগুলো ব্যবহার করে আপনি দারুন আকর্ষণীয় মানের টিউন থাম্বনেইল তৈরি করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডেই।
আজ থেকেই এ টুল গুলো ব্যবহার করুন এবং নিম্মমানের, হিজিবিজি, অসাঞ্জস্যপূর্ণ টিউন থাম্বনেইল যোগ করা থেকে বিরত থাকুন। এবং ভালো মানের সুন্দর আকর্ষণীয় প্রফেশনাল থাম্বনেইল তৈরি করে টিউন থাম্বনেইলে যোগ করুন।
শুধু মাত্র স্ক্রিন-রেকর্ড করে, মানহীন ভাবে তৈরি করে ভিডিও টিউনে যোগ করা কে ভিডিও টিউন বলা হয় না। টিউনে ভিডিও যোগ করতে হলে টিউনে মানসম্মত ভিডিও যোগ করুন।
➡ ১. আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। তা ঠিক করতে হবে:
আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –
চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …
চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….
চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু
এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ([ ]) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ([ ]) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।
টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করুন।
:arrow:২. আপনার ভিডিও চেইন টিউনের পর্ব গুলোতে মান সম্পন্ন হাই ডেফিনেশন ভিডিও থাম্বনেইল বা ভিডিও পোস্টার যুক্ত করা হয়নি। বরং নিম্নমানের ভিডিও থাম্বনেইল যোগ করা হয়েছে। আপনাকে যাহায্য করার জন্য চেইন টিউনের এই পর্বে একটি হাই ডেফিনেশন প্রফেশনাল উন্নত মানের থাম্বনেইল টেকটিউনস যুক্ত করে দেওয়া হলো। সেই সাথে আপনাকে এই থাম্বনেইলের এডিং মোড আপনার কাছে শেযার করা হলো। এই এডিট মুডে আপনি থাম্বনেইলটি যে কোন ব্রাউজার দিয়ে ওপেন করে চেইন টিউনের বিষয় বস্তু ও পর্ব সংখ্যা এডিট করে পূর্ববর্তী ও পরবর্তি সকল চেইনের পর্বের প্রতিটি থাম্বনেইল আপেডেট করুন। এখানে এই টুল টি সহজে ব্যবহার করার জন্য আপনার ভিডিও চেইন টিউনের থাম্বনেইল এর একটি ফরমেট গ্রাফিক্স টেকটিউনস থেকে তৈরি করে আপনাকে দেওয়া হয়েছে যেন আপনি সহজেই গ্রাফিক্সে শুধু বিষয়বস্তুর নাম ও পর্বের নাম এডিট করে টিউন থাম্বনেইল গুলো আপডেট করতে পারেন। আপনি চাইলে আপনার ক্রিয়েটিভিটি দিয়ে গ্রাফিক্স আর আকর্ষণীয় করে তুলতে পারেন। তবে অহেতুক হিজিবিজি টেক্সট যোগ করে আর আনপ্রফেনাল করে টিউনে ভিডিও থাম্বনেইল যোগ করা হলে আপনার চেইন টিউনটি বাতিল হতে পারে। আর এই থাম্বনেইল ফরমেটটি বা আপনার নিজের তৈরি কোন থাম্বনেইল ফরমেট যেটি ব্যবহার করুন না কেন প্রতিটি চেইনের পর্বে একই ফরমেট বজায় রাখুন। শুধু গ্রাফিক্স থেকে চেইন টিউনের নাম আর পর্ব সংখ্যা পরিবর্তন করে ভিডিও চেইন টিউনের ভিডিও থাম্বনেইল বা ভিডিও টিউনার আপডেট করুন।
এই চেইনের পূর্বের পর্ব গুলোর ভিডিও থাম্বনেইল গুলোও যদি ‘টেকটিউনস ভিডিও থাম্বনেইল’ মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে ভিডিও থাম্বনেইল দিন।
➡ ৩. আপনার চেইন টিউন টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড নয়। তা ঠিক করতে হবে:
আপনার চেইন টিউনটি টেকটিউনস টিউন ফরমেট গাইডলাইন ও স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েল ফরমেটেড করুন।
➡ ৪.১. টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার জন্য আপনার টেকটিউনস টিউনার প্রোফাইল এ সঠিক identity নেই। সঠিক identity এর জন্য আপনার ‘টিউনার প্রোফাইল‘ -এ আপনার আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি নেই। তা যুক্ত করতে হবে:
যেহেতু টেকটিউনস চেইন এ অর্ন্তভুক্ত হবার পর টিউনারের আসল নাম এবং টিউনার পিকচার এর তথ্য ব্যবহার করে হোম পেইজে ‘টেকটিউনস চেইন টিউন ফিচারর্ড বক্স’ তৈরি করা হয় তাই ‘টিউনার প্রোফাইল’ এর সঠিক identity ছাড়া অর্থাৎ টিউনারের আসল নাম এবং টিউনার এর আসল ‘টিউনার পিকচার’ এর উপস্থিতি ছাড়া টিউনারের টিউন, টেকটিউনস চেইন টিউন হিসেবে যুক্ত হবে না। আপনার ‘টিউনার প্রোফাইলটি‘ সঠিক identity দিয়ে আপডেট করুন অর্থাৎ আপনার টিউনার প্রোফাইলে আপনার আসল নাম এবং টিউনার পিকচার হিসেবে আপনার নিজের আসল ছবি যুক্ত করুন।
➡ ৬. আপনি চেইন টিউনে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক দিয়েছেন। যা অপসারণ করতে হবে:
টেকটিউনস থেকে চেইন এ অন্তর্ভুক্ত করার পর প্রতিটি চেইন টিউনের পর্বের লিংক স্বয়ংক্রিয় ভাবে একটির সাথে অপরটি যুক্ত হয়ে যায়। তাই ম্যানুয়ালী চেইন টিউনের লিংক সংযোজন করে ডুপলিকেট লিংক তৈরি করা যাবে না। আপনার চেইন টিউন থেকে সকল ম্যানুয়ালী চেইন টিউনের লিংক অপসারণ করুন। আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল চেইন টিউন থেকে ম্যানুয়ালী চেইন টিউনের লিংক অপসারণ করুন।
➡ ৭. আপনার এই চেইন টিউনের পূর্বে পর্ব গুলোও ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করতে হবে:
টেকটিউনস চেইন টিউনে অন্তর্ভুক্ত হতে চেইন এর প্রতিটি পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক হতে হবে। পর্বের কোন একটি টিউন টেকটিউনস নীতিমালা মোতাবেক না হলে তা চেইন টিউন হিসেবে অন্তরভুক্ত হবে না। এই চেইনের পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক টিউন করুন।
—
উপরের যে যে বিষয় গুলো সংশোধন করতে বলা হয়েছে সে সে বিষয় গুলো পরিপূর্ণ, সুষ্ঠু ও সঠিক ভাবে সংশোধন করুন এবং পূর্বের পর্ব গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক না থাকে তবে সব গুলো পর্ব এখনই ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করুন।
সকল পর্ব ‘টেকটিউনস চেইন টিউন নীতিমালা’ মোতাবেক সংশোধন করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।
চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে। চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।
চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।