জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-২৭] :: প্রি-ইনক্রিমেন্ট এবং প্রি-ডিক্রিমেন্ট অপারেটর বিস্তারিত।

আজ আমরা জাভা এর  প্রি ইনক্রিমেন্ট এন্ড প্রি ডি ক্রিমেন্ট   অপারেটর নিয়ে আলচনা করব।

 

প্রি মানে কি

প্রি মানে হল আগে কোন কিছুর আগে।

ইনক্রিমেন্ট মানে কি

ইনক্রিমেন্ট মানে কোন কিছুর মান বেসি হওয়া।

ডিক্রিমেন্ট মানে কি

ডিক্রিমেন্ট মানে এর ভেলু কমা।

 

প্রথমে আমরা সোরস কোড দেখব

কোড

 

<pre>/**
 * Created by Asif parvez sarkeron 11/7/2017.
 * Web:TechAsif.com
 * Email:[email protected]
 * YouTube Channel: Tech Asif
 */
//unary,post,what is unary
public class Unary_Operator {

    public static void main(String[] args) {


      
        //four variable declare and initialize
        int a=10;
        int b=20;
        int c=30;
        int d=40;
        //pre increment
        ++a;
        ++b;
        
        //pre decrement
        --c;
        --d;
        
        
        //Print VAlue
        System.out.println(a);
        System.out.println(b);
        System.out.println(c);
        System.out.println(d);
        
        
        //Again perform operation
        int e=++a;
        int f=++b;
        int g=--c;
        int h=--d;
        
        
        //print Value
        System.out.println(e);
        System.out.println(f);
        System.out.println(g);
        System.out.println(h);

        System.out.println(a);
        System.out.println(b);
        System.out.println(c);
        System.out.println(d);


        System.out.println(++a);
        System.out.println(--d);

    }
}</pre>

উপরে দেখুন কোড এ ++a এবং --c এখানে এই ++ এবং -- কোন ভেরিয়েবল এর আগে বসাকেই প্রি ইনক্রিমেন্ট এবং প্রি ডিক্রিমেন্ট অপারেটর বলে।

আসা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই জানাবেন।

 

ভিডিও

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস