আজ আমরা দেখব টু ডায়মেনসনাল এরে।
এরের এরেকে টু ডায়মেনসনাল এরে বলে।
আমরা জে এর আগের টিউন এ দেখলাম একটা ভেরিয়েবল এ অনেক ভেলু রাখা জায় একই টাইপের।
আজ আমরা দেখব ঐ একই টাইপ এর ভেলু গুলর মধ্যে আরও ভেলু রাখা জায়।
এরে জানা আসলে অনেক একটি গুরুত পূর্ণ বিষয় কারন আপনি যখন সফটওয়্যার তৈরি করবেন
তখন অনেক সময় একই রকম ডাটা হেন্ডেল করতে হবে তাই এরে জান্তেই হবে।
এরে ইনিসিয়ালাইজ করার নিয়মঃ
arr[0][0]= 1; arr[0][1]=2; arr[0][2]=3; arr[0][3]=4; arr[0][4]=5; arr[1][0]=6; arr[1][1]=7; arr[1][2]=8; arr[1][3]=9; arr[1][4]=10; arr[2][0]=11; arr[2][1]=12; arr[2][2]=13; arr[2][3]=14; arr[2][4]= 15;
আজ কড দিতে পারলাম না কেন জানি কড নিচ্ছে না বুঝ লাম না।আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই বলবেন
আপনারা ভিডিও টি দেখবেন প্রোগ্রামিং ভিডিও দেখে খুব তারা তারি বুঝা সম্ভব আমি মনে করি।
আজ এ পর্যন্তই।
আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।