জাভা এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-২১] :: একটি ভেরিয়েবল এ একাধিক ভেলু রাখুন Array ব্যবহার করে

আজ আমরা  Array কি এবং কিবাবে ব্যবহার করতে হয় তা শিখব।

Array কি?

একই টাইপের ডাটার সমষ্টি।

একই টাইপ বলতে এখানে বুঝান হচ্ছে আমরা জে ইন্টিজার ফ্লট ডাবল ডাটা টাইপ শিখেছি সেই  ডাটা টাইপ গুল।

আমরা সাধারণত একটি ভেরিয়েবল এ একটি ভেলু রাখতে পারতাম।

যেমনঃ

int a=10;

কখন আমরা Array ব্যবহার করব?

আমরা যদি একটি ভেরিয়েবল এ একাধিক ভালু রাখতে চাই একই টাইপ এর তখন আমরা Array ব্যবহার করি।

Array এর প্রকার ভেদ?

১। Single Dimensional Array

২। Multidimensional Array

আজ আমরা ১ ডায়মেনসনাল Array সিখব।

কোডঃ

/** 
* Created by Asif on 10/14/2017. 
* Web:TechAsif.com 
* Email:[email protected] 
* YouTube Channel: Tech Asif 
*/

public class SingleDArray {public static void main(String[] args) {int[] cseStudentMark;
cseStudentMark = new int[5];
cseStudentMark[0] = 50;
System.out.println(cseStudentMark[0]);
int eeeStudentMark[] = new int[5];
eeeStudentMark[0] = 10;
System.out.println(eeeStudentMark[0]);
int[] studentMark = {5, 7, 20, 10};
System.out.println(studentMark[3]);
//cseStudentMark=new int[10];
//System.out.println(cseStudentMark[0]);
//System.out.println(studentMark[50]); 
//default value=0;
//System.out.println(cseStudentMark[4]);}};
int[] cseStudentMark;

এই লাইন দিয়ে আমরা বুঝিয়েছি আমাদের ভেরিয়েবল টিতে আমরা অনেক ভালু রাখব।

int eeeStudentMark[]=new int[5];

এই লাইন দিয়ে আমরা বুঝিয়েছি আমাদের ভেরিয়েবল টিতে ৫ টি ভালু রাখব।

eeeStudentMark[0]=10;
eeeStudentMark[1]=50;

এই লাইন দুটি দিয়ে আমরা বুঝিয়েছি আমাদের ভেরিয়েবল টির প্রথম ভেলু হল ১০ এবং দিতিও ভেলু 50।

System.out.println(eeeStudentMark[0]);

সবার সেসে আমরা আমাদের ভেরিয়েবল এর ভালু প্রিন্ট করলাম।

একটু বিস্তারিত ভাবে বিসয়টি জানার জন্য ভিডিও টি দেখলে সুবিধা হবে আপনাদের।

ভিডিওঃ

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস