“বিসমিল্লাহির রাহমানির রাহীম”. প্রথমে সবাইকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন।
সি# শিখতে চান? কিন্তু ভাল কোন বাংলা টিউটোরিয়াল খুজে পাচ্ছেন না? আমি আজ আপনাদের সাথে Share করব সি# এর সবচেয়ে ভাল বাংলা টিউটোরিয়াল। টিউটোরিয়ালটি ব্যাসিসের সি# course এর। এখানে .NET and ASP.NET দুইটা বিষয়ই দেখানো হয়েছে। আমি নিজেও এই টিউটোরিয়াল দেখে শিখছি। আশা করি যারা সি# শিখতে চান তাদের খুব উপকারে আসবে।
সি# এখনও জাভার পর সবচেয়ে শক্তিশালী ল্যাঙ্গুয়েজ। মাইক্রোসফট 2001 সালে এর ডিজাইন করেন এবং প্রগ্রাম্মাদের জন্য উন্মুক্ত করেন। এটি "functional, Creative, object oriented, structured and component oriented feature" এর সমষ্টি।
ধিরে ধিরে সবগুলো টিউটোরিয়াল দেওয়া হবে। Complete course টি পেতে channel এ চোখ রাখুন।
ভাল লাগলে like, share and comment করবেন।
আমি মো ফয়সল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
প্রিয় মো ফয়সল,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।