জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-১৯] :: আসুন জানি কিভাবে জোর করে নট কমপাটেবল ডাটা টাইপ কে কাস্টিং করতে পারি।

জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট

আজ আমরা দেখব কিভাবে আমরা জোরকের টাইপ কাস্টিং করতে পারি। আমরা জানি যে অটমেটিক টাইপ কনভার্সন আপনা আপনি ঘটে।

কখন আমরা টাইপ কাস্টিং করবঃ

১।যখন দুইটি টাইপ কমপাটেবল হবে না তখন এবং

২।যখন যে টাইপ এ আমরা কনভার্ট করতে ছাচ্ছি তার সীমা ছট।

আমরা কোডটি লক্ষ করিঃ

/**
 * Created by Asif on 8/22/2017.
 * Web:TechAsif.com
 * Youtube: Tech Asif
 * Email:[email protected]
 */
public class TypeCasting {
    public static void main(String []args){

        long lNum=350;
        int iNum=(int)lNum;
        byte bNum=(byte) lNum;

        System.out.println(lNum);
        System.out.println(iNum);
        System.out.println(bNum);

        double dNum=97.25;
        char ch=(char) dNum;

        System.out.println(dNum);
        System.out.println(ch);

        byte b2Num=100;
        int i2Num=(int)b2Num;
    }

}

আমরা যদি এই তিনটি লাইন লক্ষ করি তাহলে দেখতে পাই
long lNum=350;
int iNum=(int)lNum;
byte bNum=(byte) lNum;

এখানে লং থেকে ইন্টিজার এ কাস্টিং করেছি লং এর সিমা কিন্তু ইন্টিজার এর চেয়ে বর তবুও আমরা কিন্তু কাস্টিং করতে পেরেছি। এর নিয়ম টি হচ্ছে আমরা প্রথম বন্ধ্যনির ভিতর বলে দিব আমরা কন ডাটা টাইপ এ কাস্টিং করতে চাচ্ছি। আসা করি বুঝতে পেরেছেন।

সহায়ক ভিডিওঃ

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আসিফ পারভেজ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।