আজ আমরা জাভা টিউমেন্ট সম্পর্কে জানবো এটি খুব একটি গুরুত্ব পূর্ণ বিষয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ comment বলতে কি বুঝায়?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ টিউমেন্ট বলতে বুঝায় কোন কোড বা কোড এর অংশকে চিহ্নত করে রাখা জাতে তা পরে বঝা যায় কোড এর মানে কি। বা একটা কোড এর কে তৈরি করল তা নিখে রাখা অথবা কোড এর কোন অংশকে হাইড করে রাখা ইত্যাদি।
নিচের কোড টা লক্ষ করিঃ
<pre>/**
* Created by Asif on 8/11/2017.
* web:techasif.com
* Email:[email protected]
* Youtube:tech asif
*/
public class IntLiterals {
public static void main(String args[]){
int a=100;//int is a data type and a is a variable and 100 is integer literals
int b=0b1010;
int c=023;
long d=500L;
int e=0x14F;
int f=1_00000005;
System.out.println("asif"+10+20);
/*System.out.println("The value of a is "+a);
System.out.println("The value of is "+b);
System.out.println("The value of c is "+c);
System.out.println("The value of d is "+d);
System.out.println("The value of e is "+e);
System.out.println("The value of f is "+f);*/
}
}
কোডের একদম উপরের অংশে আমি আমার পরিচয় লিখছি এটি কিন্তু কম্পাইলার বাদ দেয় কম্পাইল করার সময়। এটিও একটি comment জাভাতে দিন ধরণের টিউমেন্ট আছে।
আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।