গত টিউটরিয়াল এ আমরা int long short byte সম্পর্কে জেনেছি আজ আমরা float double char boolean সম্পর্কে জানব।
float data type:
এটি হল 4 বিট সিঙ্গেল প্রেসিসন floating point।
এর সিমা হল3.40282347E+38F to 1.4E-45
এর ডিফল্ট ভেলু হল ০.০
example: float a=10.5f;
double data type:
এটি হল ৮ বিট সিঙ্গেল প্রেসিসন floating point।
এর সিমা হল 1.79769313486231570E+308 to 4.9E-324
এর ডিফল্ট ভেলু হল ০.০d
example: float a=10.55555555d;
char data type:
এটি হল 16 বিট সিঙ্গেল unicode character
এর সিমা হল 0 to 65,535
এর ডিফল্ট ভেলু হল '\u0000' (অথবা 0)
example:char a='B';
boolean data type:
এটি সুধু ১ বিট প্রকাশ করে।
এর সুধু দুইটি ভেলু সত্য অথবা মিথ্যে।
ডিফল্ট ভেলু false
example: boolean a=true;
প্রোগ্রাম নিচে দিলামঃ
/**
* Created by Asif on 8/5/2017.
*/
public class DataType {
static float a;
static double b;
static char c;
static boolean d;
public static void main(String args[]){
System.out.println(a);//show default value
System.out.println(b);//show default value
System.out.println(c);//show default value
System.out.println(d);//show default value
a=10.0f;
b=20.55555d;
c='A';
d=true;
System.out.println(a);//Show assign value
System.out.println(b);//Show assign value
System.out.println(c);//Show assign value
System.out.println(d);//Show assign value
}
}
আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।