জাভা, এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৭] :: জাভা keyword কি জানুন।

জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট

keyword কি?

keyword মানে রিজাভ ওয়ার্ড অর্থাৎ জাভায় কিছু শব্দ আছে জার জন্য কিছু নির্দিষ্ট মানে আছে আগে থেকেই আমরা চাইলেও তা পরিবর্তন করতে পারবনা একেই বলে keyword।

জাভাতে কত প্রকার keyword আছে?

জাভায় মোট ৫০ টি keyword আছে।

আমরা কি এখনি সব keyword এর মানে বুঝতে পরব?

না কিছু বুঝব আর কিছু বুঝতে পারবনা তবে আসতে আসতে সব বুঝবো ইনশা-আল্লাহ।

keyword গুলো নিচে দিলামঃ

abstract continue for new switch assert default goto package synchronized boolean do if private this break double implements protected throw byte else import public throws case enum instanceof return transient catch extends int short try char final interface static void class finally long strictfp volatile const float native super while

প্রত্যেক টি keyword space দিয়ে আলাদা করা আছে।

এখন কয়েক টি keyword দেখবঃ

int

মানে integer কম্পিউটার বুঝতে পারে এটি একটি পূর্ণ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন এদের নির্দিষ্ট একটি করে মানে আছে।

class

এটি তে বুঝায় এটি একটি class ফাইল। একদিনে keyword বুঝা যাবেনা আমরা কোর্স শেস করতে করতে সব keyword শিখে ফেলব। আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।

সহায়ক হিসেবে ভিডিও টিঃ

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস