জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৪] :: শুধু কি প্রোগ্রাম করলেই হবে আসুন একটু বুঝি কি করলাম। আপনি কোন ভার্সিটি পরেন না বলে ভয়ে প্রোগ্রামিং শিখবেন না সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন না তাহলে আপনি বোকা।

জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট

আজ থেকে মজার দিন শুরু আমরা এখন প্রোগ্রাম এর মজা পাওয়া শুরু করব কারন এখন থেকে  বুঝে বুঝে প্রোগ্রাম করব।

প্রথমেই আমরা আমাদের source code টির দিকে লক্ষ করি।

 
public class Hello{ public static void main(String args[])
{ 
System.out.println("hello world"); 
} 
}

public

public বলতে আমরা সরকারি কোন কিছুকে বুঝি এখানেও একিই কথা public যার পূর্বে লেখা থাকবে তাকে সবাই ব্যবহার করতে পারবে।

class

class লিখতে হলে সুরুতে এটি লিখতে হয়।

Hello

এটি class এর নাম

public static

public static  আমরা জানি jvm main মেথড কল করে তাই আমরা এখানে public static দেই এর মানে কোন অবব্জেক্ট তৈরি করা ছাড়াই একে jvm ব্যবহার করতে পারবে

void

void কোন কিছু রিটার্ন করে না।

main

main এটা প্রোগ্রাম এর এন্ট্রি পয়েন্ট।

String args[]

String args[]  String টাইপ এর এরে

System

System এটি একটি class

out

out এটি একটি static variable

println()

println() এটি মেথড

আজ আমরা যেটুকু শিখলাম এটি হল কেউ যদি আমাদের বলে জাভা ল্যাঙ্গুয়েজ এর মেইন মেথড টি ব্যাখ্যা করতো তাহলে আমরা এভাবে বলতে পারব কিন্তু আমরা জানি শুধু tarm গুলো মুখস্ত হিসেবে কিন্তু একদিন এই টার্ম গুলো আমাদের কাছে পানির মত পরিষ্কার হয়ে যাবে।

হেল্পিং হিসেবে ভিডিও টি দেখবেনঃ

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস