জাভা ও এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট [পর্ব-০৩] :: জীবনের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড IDE ব্যবহার করে

জাভা,এন্ড্রয়েড সফটওয়্যার ডেভেলপমেন্ট

কেন আমরা path setup করি?

আমরা আগের দিন যে javac কমান্ড দিয়ে compile করলাম java কমান্ড দিয়ে Run করলাম। এগুল করার আগে আমাদের বার বার path setup করতে হয়েছে। বার বার এই path setup করে ঝামেলা তাই আমরা যদি গ্লবালি এক বার
path setup করে দেই তাহলে আর কনদিন path setup করতে হবেনা।
নিচের মত করে path কপি করে নেই।

my computer এ রাইট বাটন ক্লিক করি এর পর properties এ ক্লিক করি নিচের মত।

Environmental variable এ ক্লিক করি।

New  এ ক্লিক করি।

পেস্ট করে ওকে বাটন ক্লিক করি।

কেন আমরা IDE ব্যবহার করব?

আমরা আগের দিন যে javac কমান্ড দিয়ে compile করলাম java কমান্ড দিয়ে Run করলাম আবার আন্য একটা টেক্সট এডিটর এ জাভা কোড লিখলাম এগুল এক সঙ্গে করা যায় সুন্দর ভাবে। তাতে সময় ও বাচবে বর বর প্রোগ্রাম ও করা সম্ভব হবে। এই জন্যই IDE ব্যবহার করা। IDE এর পুর্ন রুপ হল Itigrated development environment.

নিচের মত করে IDE ডাউনলোড এবং setup করে নেই।

এখন install হয়ে গেলে project এ ক্লিক করে নতুন প্রোজেক্ট এ নিচের মত করে আগের দিনের কোড টা লিখি।

keyboard থেকে shift+f10 চেপে কোড টি রান করি।

সহায়ক হিসেবে ভিডিও টি দেখতে পারেন।

সোর্স কোড ঃ


public class Hello{public static void main(String args[]){System.out.println("Hello world");}

আগের দিনের প্রোগ্রামটি আমরা আজ রান করছি তবে সেতি IDE এর মাধ্যমে। আগামি দিন থাকে আমরা কোড গুল বুঝার চেস্টা করব এবং বুঝব। যদিও আজথাকে বুঝার কথা ছিল কিন্তু আমার মনে হয় IDE setup করার পর থেকে বুঝা ভাল হয়।

আল্লাহ হাফেজ।

Level 0

আমি আসিফ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। শিখী সেখানর জন্য।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস