হ্যালো সবাই,
আশা করি সবাই ভাল আছেন। বেসিক সি প্রোগ্রামিং এর দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে codeblocks install করতে হয়। এবং একটি বেসিক প্রোগ্রাম কেমন হয়। এ পর্বে আমরা printf ফাংশন, datatype এবং variable সম্পর্কে জানব।
আগে আপনি ভিডিও দেখুন তারপর নিচের গুলা পরবেন। ধাপে ধাপে আগাবেন। তাহলে বুঝতে পারবে।
এই ফাংশন ইউজ করা হয় কোন টেক্সট প্রদর্শন করার জন্য।
syntax: printf("THE TEXT YOU WANT TO SHOW");
in coding variable is a number, or a characteristic word that is liable to change at different condition.
variable এর বাংলা নাম চলক। এটির ভিতর আপনি data বা number রাখতে পারবেন। variable মানে যার মান vary করে মানে বদলায়। তেমনি কোডিং এ আমরা যে variable ইউজ করি তার মান ও বদলায়। এ মান টি আমরা বাইরে থেকে দিয়ে দেই অথবা প্রোগ্রাম এর ভিতরে ইনপুট দেই। এই পর্বে আমি দেখিয়েছি কিভাবে প্রোগ্রাম এর ভিতরে ইনপুট দিতে হয় এবং এবং তা printf ফাংশন দিয়ে প্রকাশ করতে হয়।
datatype এর কাজ আপনি variable এর ভিতর কোন ধরনের data রাখবেন তা বুঝানো। আপনি যখন variable কল করবেন তখন এ আপনাকে সেই variable এ কি data রাখবেন তা বলে দিতে হবে।
যেমন ধরেনঃ int x;
এইটার মানে হল x একটি variable যার ভিতর সুধু পূর্ণসংখ্যা বা integer থাকবে। কিন্তু কোন ভগ্নাংশ সে নিবে না। আশা করি বুঝতে পারছেন। যেকোন প্রয়োজনে message দিন। সবাই ভালো থাকুন।
আমি রুমায়েল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
i am in mechanical at BUET. currently i am in third year. interested in designing, programming, robotics. want to learn more. pray for me. thank you
Variable এর প্রকৃত সংঙ্গাটা দিলে উপকৃত হতাম