সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটরিয়াল- সম্পূর্ন ফ্রি।

আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর সি প্রোগ্রামিং এর উপর ভিডিও টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। অনেক আলোচনা লিখি ব্যাখ্যা করা সম্ভব না। ভিডিও তে খুব সহজে প্রতিটা বিষয় আরও মজায় মজায় উপাস্থাপন করা সম্ভব। যাদের জন্য ভিডিও গুলো অনেক সহায়ক হতে পারেঃ

১. যারা প্রোগ্রামিং শুরু করার কথা ভাবছেন, কিভাবে শুরু করবেন ঠিক করতে পারছেন না।

২. যারা মনে করেন প্রোগ্রামিং অনেক জটিল আমার দ্বারা প্রোগ্রামিং হবে না।

৩. যারা প্রোগ্রামিং করে যাচ্ছেন কিছু জায়গায় কন্সেপট পরিষ্কার হচ্ছে না।

ধীরে ধীরে সব প্রোগ্রামিং আমাদের চ্যানেলে যোগ করব। গতানুগতিক আলোচনার বাইরে কিছু কৌশলগত দিক আলোচনা করে দেখিয়ে দিব কিভাবে কম সময় একটি প্রোগ্রামিং এ দক্ষ হতে পারবেন। ইতিমধ্যে ওয়েব প্রোগ্রামিং এর ভিডিও টিউটরিয়াল নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আশা করি খুব তারাতারি html,css,jquery,php,mysql নিয়ে কমপ্লিট রেফেরেন্স নিয়ে আসতে পারব।

সি প্রোগ্রামিং এর উপর নিচের সিরিজ টিউটরিয়াল কে আপনি কমপ্লিট রেফারেন্স হিসাবে নিতে পারেনঃ

আমাদের চ্যনেল এর সব উপডেট পাইতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। সাথেই থাকুন, হেপি কোডিং।

Level 2

আমি আবদুস ছাত্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আবদুস ছাত্তার ভূঁইয়া,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।