আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন ? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।কটলিন প্রোগ্রামিং ল্যংগুয়েজ হল এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্যে অফিশিয়াল ল্যংগুয়েজ। যা তৈরী করেছে জেটব্রেইনস নামের সফটওয়্যার কোম্পানি।জেটব্রেইনস এর দাবি কটলিন হলো সেফ, কনসাইজ এবং টুল ফ্রেন্ডলি।
না এন্ড্রয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট জাভা দিও করা যাবে। এমনকি পূর্বে মত অন্য অন্য ল্যাংগুয়েজ দিও করা যাবে। কটলিন শেখা সহজ, নিরাপদ এবং ইউজার ফ্রেন্ডলি।
অনলাইনে জাভার অফুরন্ত রিসোর্স রয়েছে, আপনি চাইলেই আপনার ডেভেলপমেন্টের সব রিসোর্স পেয়ে যাবেন। এছাড়াও জাভার বিভিন্ন বই পাওয়া যায়। এদিকে কটলিন নতুন। তাই রিসোর্স বা বই পাওয়া কষ্টকর। কিন্তু কটলিনের রিসোর্স তৈরি হওয়া শুরু হয়েছে।
জাভার কোড কটলিনে কনভার্ট করার ফিচার এন্ড্রয়েড স্টুডিওতে যুক্ত আছে। চাইলে ডেভেলপাররা জাভার কোড কটলিনে কনভার্ট করতেই পারেন।
যারা নতুন তাদের জাভা শিখা টাই ভালো হবে কারন ডেভেলপমেন্টের কোন পর্যায়ে গিয়ে কোন একটা প্রবলেমে পড়লে সেটার সলিউশন পেতে ঝামেলা হবে, রিসোর্স এই মুহুর্তে কম। জাভা যদি ভালো জানা থাকে তাহলে কটলিন শিখতে বেশিদিন সমায় লাগবে না।
দেখে নিন কটলিন এর বেসিক:-
আমি নীলনদের মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor video