Dev C++ Compilar ডাউনলোড ও ব্যবহার পদ্ধতি

বিসমিল্লাহির রাহমানের রাহীম। এখন অনেকেই অপারেটিং সিস্টেম হিসেবে Windows 7 ব্যবহার করেন। যার ফলে পুরাতন দিনের কম্পাইলার যেমন Turbo C, Borland C++ ইত্যাদি ইন্সটল করা যায় না বা ব্যবহার করা যায় না। তাই আপনাদের জন্য এ টিউন।

Dev C++ Compilar  ব্যবহার করার জন্য প্রথমে এখানে ক্লিক করে Dev C++ টি ডাউনলোড করে নিন। বা এখান থেকে ডাউনলোড করুন। তারপর স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। ইন্সটল হওয়ার পর প্রোগ্রাম ফাইল থেকে Dev C++ রান করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন। এবার File Menu তারপর New এবং শেষে Source File ক্লিক করুন। অথবা Ctrl+N ক্লিক করলেই হবে। এখনে আপনার কোড গুলো লিখুন। লিখা শেষ হলে ফাইলটি Save করুন। Save করা ছাড়া আপনি আপনার প্রোগ্রাম কম্পাইল করতে পারবেন না। Save করার পর Excute মেনু থকে Compile এ ক্লি করুন বা Ctrl+F9 চাপুন অথবা Compile চিহ্নে ক্লিক করুন। এক জাগায় ক্লিক করলেই আপনার প্রোগ্রাম Compile হবে। যদি কোন ভুল না থাকে তাহলে নিচের মত একটি পপ আপ উইন্ডো দেখবেন। যেখানে Status এ আপনার প্রোগামের Status দেখাবে। যদি ভুল থাকে তাহলে কোথায় ভুল তা দেখাবে এবং Status এ Not Compile দেখাবে। এখানে আমাদের এ ছোট প্রোগ্রামে একটি ভুলো রয়েছে যা লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা জানি যে C Programming Language Case Sensetive.  মানে ছোট হাতের ও বড় হাতের অক্ষর একই মান প্রকাশ করে না।

এখানে আমি printf এর জাগায় Printf(বড় হাতের P) লিখছি তাই ভুল দেখাচ্ছে। এবার আমরা ভুল ঠিক করে আবার প্রোগ্রামটি Compile করব। যদি এবার কোন ভুল না থাকে তাহলে Stataus এ Done দেখাবে। এখন আমরা প্রোগ্রামটি রান করব। রান করতে Excute মেনু থকে Run এ ক্লি করুন বা Ctrl+F10 চাপুন অথবা Run(টিক) চিহ্নে ক্লিক করুন। তাহলে আপনার প্রোগ্রাম রান হবে। দেখুন প্রোগ্রামটি রান হয়েছে।

বিদ্রঃ প্রোগ্রামে যদি getch(); statment টি না লিখেন তাহলে কিন্তু প্রোগ্রাম টি রান হওয়ার পর পর ই অদৃশ্য হয়ে যাবে। তাই getch();  statment লিখতে হবে। কোন সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ সবাইকে, “Happy Coadding” 😛

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাশাল্লাহ। অনেক ভাল লাগলো পড়ে। আশা করি কাজে আসবে। আপনাকে ধন্যবাদ।

    আলহামদুলিলাহ, শুনে ভালো লাগলো। আপনাকে ও ধন্যবাদ।

কাজের টিউন,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকে ও ধন্যবাদ আতাউর রহমান ভাই।

Code Blocks ভালো কম্পাইলার। Dev C++ পুরানো টাইপ। Geany ও ভালো।

    সবই ভাল, যার কাছে যেটা ভালো লাগে।

apni apnar ager post continue koran…….ami w8 kortase…

জাকির ভাই, অনেক ধন্যবাদ এই টিউনটি করার জন্য। আমার অনেক কাজে আসবে। 😉

Level 0

ধন্যবাদ

ধন্যবাদ

ভাই সব টুকু তো বুঝলাম কিন্তু অন্য সব সফটওয়ার রান করার সময় যেমন Frame আসে Backgraund এ সাদা রং থাকে ।
এ রকম সফটওয়ার কেমনভাবে বানাবো