প্রোগ্রামার দের জন্য এডিটর- Notepad ++

আপনি প্রোগ্রামার , ওয়েব ডিজাইনার অথবা ওয়েব ডেবলপার যাই হয়ে থাকুন না কেন আপনাকে আপনার প্রত্যেক প্রজেক্টে  ই source code এডিট করতে হয়। source code এডিট করার  অনেক এডিটর রয়েছে, আমার কাছে যেটা ভালো লাগছে তা হল Notepad++

Notepad++ দিয়ে আপনি সাধারন টেক্সট ফাইল, Ada, Assembly,C,C++, JAVA, Phython, Rubi.C#,PHP, HTM,CSS সহ এ পর্যন্ত জনপ্রিয় সকল প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ ও স্ক্রিপ্টীং ল্যঙ্গুয়েজ এডিট করতে পারবেন। এটির মধ্যে প্লাগইন্স যোগ করে পাবেন বাড়তি সুবিধা।

আপনি যদি প্রোগ্রামিং বা ডেবলপিং এ নতুন হয়ে থাকেন তাহলে আপনার শিখাকে সহজ করে নিতে পারেন এ Notepad++ দিয়ে। টাকার কথা ভাবছেন?এটি ফ্রী। সাইজ ও অনেক কম মাত্র ৫.২৮ মেগাবাইট।এখন তাদের Notepad++ 5.8.7  ভার্সন রিলিজ হয়েছে।

ইন্টারপেসটি দেখতে নিচের মত।

তো আর দেরি কেন?? এখনি ডাউনলোড করে নিন ফ্রি  এ এডিটর টি।

ডাউনলোড লিঙ্কঃ

http://download.tuxfamily.org/notepadplus/5.8.7/npp.5.8.7.Installer.exe

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস