সি প্রোগ্রামিং নিয়ে বই মেলায় নতুন বই

সহজে প্রোগ্রামিং শেখার জন্য বই মেলায় প্রকাশ হয়েছে সি প্রোগ্রামিং নিয়ে নতুন একটি বই।

সি প্রোগ্রামিং খুবি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি প্রোগ্রামিং কে বলা হয় সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জননী। অপারেটিং সিস্টেমের মূল কার্নেল লেখা হয় সি প্রোগ্রামিং দিয়ে। আমরা যত গুলো ডিভাইস ব্যবহার করি, প্রায় সব ডিভাইসের মূল সফটওয়ার লেখা হয় সি প্রোগ্রামিং দিয়ে। সি প্রোগ্রামিং শেখার পর অনেক জায়গায়ই প্রয়োগ করা যাবে। সফটওয়ারের পাশাপাশি কেউ যদি হার্ডওয়ার সিস্টেম নিয়ে কাজ করতে চায়, তার জন্য উপযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়া স্মার্টফোনের মত এখন জনপ্রিয় হচ্ছে IoT  বা Internet of Things। এই IoT ডিভাইস গুলো কন্ট্রোল করার জন্য সাধারণত সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।

যারা কন্টেস্ট প্রোগ্রামিং করতে চায়, তারাও সি প্রোগ্রামিং শিখে কন্টেস্ট প্রোগ্রামিং শুরু করতে পারে। এ ছাড়া সি প্রোগ্রামিং শেখার পর যে কেউ চাইলেই অন্য যে কোন ল্যাঙ্গুয়েজ সহজেই শিখতে পারবে।

বইটি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপযোগি করে লেখা। স্কুল কলেজে যারা প্রোগ্রামিং শিখতে চায়, তারা সহজেই বইটি ফলো করে শুরু করতে পারবে। প্রোগ্রামিং এর শুরু থেকে সব কিছু বিস্তারিত ভাবে লেখা রয়েছে, যেমন কিভাবে প্রোগ্রাম লেখা যায়, প্রোগ্রাম কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয় ইত্যাদি সব কিছু।  এছাড়া যারা ইউনিভার্সিটিতে সি প্রোগ্রামিং কোর্সটি করছে, মাতৃ ভাষায় বইটি লেখার কারণে তাদের প্রোগ্রামিং শেখায় দারুণ সহায়ক হবে।

বইটি প্রকাশ করেছেন আদর্শ প্রকাশনী। মেলা থেকে বইটি আদর্শ প্রকাশনীর স্টল থেকে কেনা যাবে। স্টল নাম্বার হচ্ছে  রকমারী থেকে কেনা যাবে, এ ছাড়া নীলখেত মানিক লাইব্রেরীতেও বইটি পাওয়া যাবে। বই পড়ে সমস্যা বা কোন কিছু জানার থাকলে লেখকের সাথে সরাসরী যোগাযোগ করা যাবে http://jakir.me/contact ঠিকানায় গিয়ে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া পিডিএফ পাওয়া যাবে না ??

আরেকটা রিকোয়েস্ট , সি শিখে আমরা কি ভিস্যুয়াল কিছু করতে পারবো ??
বা সি শিখে , শুধু সি দিয়ে কি কোনো সফটোয়ার বানানো সম্ভব ??
সফটওয়্যার বলতে ,
ইমেজ দিয়ে , ভিসুয়াল ফ্রেম দিয়ে বানানো সফটোয়ার ।

জানাবেন প্লিজ …

ভাই স্টল নাম্বার কত?

জাকির হোসাইন @ via Thanks

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।