Borland C++ কম্পাইলার ইন্সটল ও প্রোগ্রাম রান করার পদ্ধতি।

অনেকেই এখনো কম্পাইলারে প্রোগ্রাম রান করতে পারে না, তাই আজ কিভাবে একটি কম্পালার ইন্সটোল করবেন ও প্রোগ্রাম রান করবেন তা দেখাবো। এক্ষত্রে অনেকে Dev C++, Codeblocks ইত্যাদি ব্যবহার করেন এবং এগুলো অনেক ফিচার সমৃদ্ধ, তারপর ও  Borland C++ কম্পাইলার নেওয়ার কারন হচ্ছে সহজ ব্যবহার পদ্ধতি। Turbo c এর নীল স্কিন আমার কাছে ভালো লাগে না তাই ব্যবহার ও করি না।  আমি সব গুলোর লিঙ্ক দিয়ে দিলাম আপনারা যার যেটা ইচ্ছে তা নামিয়ে ব্যবহার করতে পারেন।

আচ্ছা আপনি এখানে ক্লিক করে Borland C++ কম্পাইলার ডাউনলোড করে  নিন। এর পর তা Unzip করে নিন। zip সফটওয়ার না থাকলে এখানে ক্লিক করে সুন্দর  ফ্রি ওয়ার  jZip টি নামিয়ে ইন্সটল করে নিন।  আনজিপ করার পর Install নামের ফাইটি রান করান । এবং Borland C++ কম্পাইলার ইন্সটল শেষ করুন।

এবার Start> Program file> Borland c++ 4.5> Borland c++ ওপেন করুন। তাহলে নিচের মত দেখতে পাবেন।

এবার ফাইল মেনু থেকে New সিলেক্ট করুন। তাহলে নিচের মত একটি উইন্ডো ওপেন হবে।

এবার এখানে আপনার কোড গুলো লিখুন। কোড লিখা হয়ে গেলে সেব করতে ফাইল মেনু থেকে save এ ক্লিক করে একটি নাম দিয়ে সেব করুন। আর রান করার জন্য Debug menu থেকে রান এ ক্লিক করুন। তাহলে কোন ভুল থাকলে দেখাবে, ভুল গুলো ঠিক করে আবার Debug menu থেকে রান এ ক্লিক করুন, তাহলে দেখবেন আপনার প্রোগ্রাম রান হয়েছে।

এবার আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি আগে দেখানো মত একটি নতুন ফাইল ওপেন করছি। এর পর কোড গুলো লিখছি। এবার আমি ফাইলটি সংরক্ষন করতে চাই।

তাই File>save এ ক্লিক করছি। নিচের মত আরেকটি উইন্ডো ওপেন হবে।

এখানে প্রথমে Extention ঠিক করুন। এটি C++  প্রোগ্রামিং কম্পাইলার।  এটি দ্বারা  C C++  উভয় কোড ই কোড কম্পাইল করা যায়। C  এর কোডের Extention হছে C, আর C++  এর cpp । আপনি যদি C  এর কোডের Extention C++  দেন তাহলে ও সমস্যা নেই। কারন  C এর থেকেই C++  উতপন্ন। এবং C++  এ   C  এর কোড সাপোর্ট করে। তারপর একটি নাম দিন।  ৩য় ধাপে কোন ড্রাইভে ফাইলটি সংরক্ষন করবেন তা নির্বচান করুন। ডিফল্ট ভাবে এটি আপনার রুট ড্রাভে সেব হবে। তার পর কোন ফোল্ডারে সংরক্ষন করবেন তা ঠিক করে OK করুন। এত কষ্ট না করতে চাইলে শুধু একটি নাম দিয়ে OK করুন তাহলেই সেব হয়ে যাবে।

এবার রান করানোর পালা।

Debug menu থেকে রান এ ক্লিক করুন।

এখানে আমাকে compiling status দেখাচ্ছে। এ প্রোগ্রামে দুটি ভুল এবং একটি ওয়ারনিং রয়েছে। এবার ok করে দেখি, কোথায় ভুল আছে তা দেখাবে।

Error এর উপর ক্লিক করলে কোন লাইনে ভুল তা দেখাবে। ওহ আমি তো সেমিকোলনি দিতে ভুলে গেছি। আমরা জানি যে কোন statement লিখলে তা শেষ করতে সেমিকোলন দিতে হয়, না দিলে প্রোগ্রামে ভুল দেখায়। এখানে printf  ফাংশান দিয়ে লিখা statement টি আমরা শেষ করি নি, তাই ভুল দেখাচ্ছে। এবার সেমিকোলনটি দিয়ে আবার প্রোগ্রাম টি রান করে দেখি।

ওয়াও এবার দেখি প্রোগ্রাম টি রান হয়েছে এবং আউটপুট দিয়েছে।এভাবেই আপনি যেকোন প্রোগ্রাম রান করাতে পারেন। আবারো প্রোগ্রামিং টিউন নিয়ে হাজির হব ।

ধন্যবাদ সবাইকে।

বিদ্রঃ লেখা টি Luckyfm ChayaSathi এর সৌজন্যে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পুরাটা না পড়েই ট্যাঙ্কিউ দিলাম সাইকো সাহেব

    সাইকোদের কিন্তু মাথা ঠিক না, নষ্ট… তাই সাবধান… 😛

আমি এই সব বুঝিনা কিন্তু আপনার টিউনে কমেন্ট করার লোভটা সামলাতে পারলাম না।
আমি বিশ্বাস করি যারা বুঝের তাদের অবশ্যই উপকারে দিবে টিউনটি।
তবে বুঝি আর না বুঝি টিউনের উপস্থাপনা কিন্তু ভাল হইছে,
ধন্যবাদ টিউনের জন্য।
*লাকী এফএম ভাইকে আজ কাল টেকটিউন্সে দেখা যায় না।উনি কি কোন কারনে ব্যাস্ত আছেন?

    Level 0

    আতাউর ভাই কিছুটা হা কিছুটা না, আর কারনটা তো আপনি জানেনই
    কেমন আছেন আপনি?
    আতাউর ভাই কিছু মনে না করলে একটা কথা বলি
    আপনার ফেইসবুক আইডি থাকলে আমাকে এড্রেসটা দিয়েন, আর না থাকলে জয়েন করতে পারেন
    আপনার ব্লগসাইট ভাল হয়েছে কিন্তু 😀

    ধন্যবাদ আপনাকে। আমার প্রতিটি পোস্টে আপনার কমেন্ট রয়েছে। তাই অসংখ্য ধন্যবাদ।
    *লাকী এফএম ভাই মান অভিমান করে। ছোট্ট কিছু হলেই মন খারাপ করে ফেসবুকে কান্না করে। তার কান্না দেখার জন্য উপরে ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিলাম।

    আমাকে ও দিয়েন, ভাই যোগাযোগ করতে হবে আপনার সাথে। প্লিজ।

    মান অভিমান করে কোন লাভ নাই লাকী ভাই,
    দুই দিনের দুনিয়ায় সময় কতটুকু পাব আমরা বলেন!
    বেশী বেশী সেক্রিফাইস করেন দেখবেন মনে কোন দুঃখ থাকবেনা।
    আপনি জানেন আমার কমেন্ট নিয়ে টেকটিউন্সে অনেক কথা হয়েছে থেকে থাকি নাই,
    আজ দেখেন আগের অবস্থাটা আর নাই।
    আমি কি আপনাকে বুঝাইতে পেরেছি?
    একটি সত্য কথা বলি,আপনাকে অনেক মিস করি,আরো নিয়মিত হন।
    আমার ফেস বুক আইডি নাই তবে এইবার টেকটিউন্স বন্ধ হওয়ার পর ফেসবুকের কথা অনেক মনে পড়েছে।হয়তো ফেসবুকের ব্যাপারে এখন চিন্তা করতে হবে।
    আরেকটা কথা আমি ৬ই ফেব্রুয়ারী দেশে আসতেছি,এখন নেট চালানোর জন্য কোন কোম্পানির নেট নিব আমার এখানে সিটি সেল,বাংলা লিংক,গ্রামিন ফোনের নেটওয়ার্ক মোটামুটি ভাল।
    ধন্যবাদ আপনাকে এবং জাকির ভাইকে।

    Level 0

    জি হা বেশি বেশি সেক্রিফাইস………
    আসলে যত অভিমানই থাকুক দূরে থাকতে পারিনা
    আর হা পারলে কোন কোম্পানিত নেটই নিয়েননা, যদি ঢাকার মধ্যে থাকেন,
    তবে যদি নিরুপায় হন, তাহলে সিটিসেল জুম দিয়ে সন্তুষ্ট হতে পারেন, আর তাও নাহলে মানে নেটোয়ার্ক না থাকলে বাংলালিঙ্ক বা জিপিরটা চালান
    আর হা মডেম কিনার ইচ্ছা হলে অন্য মদেম কিনবেন মাগার মোবাইল কোম্পানিরটা কিনবেননা, আমার মতে
    আর হা আসলে ফোন দিয়েন, আশা করি কথা হবে

    Level 0

    জাকির ভাই ফেসবুকে কিন্তু কান্দাইয়া ছাড়ুম বেশি উলটা পালটা কথা কইলে 😛

    দেখা যাবে কে কাকে কান্দায়… 😛

    আমি যেহেতু চাঁদপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে থাকি তাই সেখানে মনে হয় মোবাইল কোম্পানি ছাড়া আর কোন উপায় নাই।
    আমার মনে হয় সিটি সেল জুমই ভাল হবে কি বলেন।

Level 0

thanks bai