আজ দেখাব কি ভাবে “ঘড়ি” তৈরি করতে হয় !

এর আগের পর্বে দেখিয়ে ছিলাম কিভাবে calculator তৈরি করতে হয়। এখানে গেলে পবেন=>

আজ দেখাব কি ভাবে ঘড়ি তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। "ঘড়ি" তৈরি করতে যা যা লাগবে নিচে দেয়া হলঃ

  •  একটা pc.
  •   Notepad.
  •  কিছু code লাগবে

code আমি দেব। চলুন শুরু করা যাক=>

প্রথমে আপনাকে pc থেকে Notepad টা open করতে হবে তারপর Notepad অন করার পর নিচের কোডটা (copy/paste) করুন Notepad এ,

@echo off
color 0a
:start
echo Date:%date% Time:%time%
goto start

কোডটা দেখতে ছোট হলেও এর অনেক গুন আছে।

আচ্ছা যাই হোক কোডটা যদি লিখতে সমস্যা হয় তাহলে নিচের ছবিটা দেখেন।

writen code here

এবার আসুন save করার জন্য (Ctrl +s) চাপুন এরপর আপনার পছন্দ মত যে কোন Folder এ গিয়ে আপনার পছন্দ মত নাম দিয়ে

যেমনঃ (clock.bat)  save করুন,তবে মনে রাখতে হবে save করার সময় (extention .bat) দিতে হবে।

না বুজলে নিচের ছবিটা দেখুন =>

code saveing jpg

save করতে পারলে এবার যেখানে save করেছেন ওখানে যান। ডাবল ক্লিক করুন ওপেন হবে নিছের মত=>

opening code

আজকের মত এখানেই কাজ শেষ। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। 🙂 ভাল লাগলে অবশ্যই লাইক,টিউমেন্টস করবেন কিছু যানার থাকলে টিউমেন্টেস করুন। :}

মেতে উঠুন প্রেযুক্তির সুরে।

Level 0

আমি মেহেদী খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস