এর আগের পর্বে দেখিয়ে ছিলাম কিভাবে calculator তৈরি করতে হয়। এখানে গেলে পবেন=>
আজ দেখাব কি ভাবে ঘড়ি তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। "ঘড়ি" তৈরি করতে যা যা লাগবে নিচে দেয়া হলঃ
code আমি দেব। চলুন শুরু করা যাক=>
প্রথমে আপনাকে pc থেকে Notepad টা open করতে হবে তারপর Notepad অন করার পর নিচের কোডটা (copy/paste) করুন Notepad এ,
@echo off
color 0a
:start
echo Date:%date% Time:%time%
goto start
কোডটা দেখতে ছোট হলেও এর অনেক গুন আছে।
আচ্ছা যাই হোক কোডটা যদি লিখতে সমস্যা হয় তাহলে নিচের ছবিটা দেখেন।
এবার আসুন save করার জন্য (Ctrl +s) চাপুন এরপর আপনার পছন্দ মত যে কোন Folder এ গিয়ে আপনার পছন্দ মত নাম দিয়ে
যেমনঃ (clock.bat) save করুন,তবে মনে রাখতে হবে save করার সময় (extention .bat) দিতে হবে।
না বুজলে নিচের ছবিটা দেখুন =>
save করতে পারলে এবার যেখানে save করেছেন ওখানে যান। ডাবল ক্লিক করুন ওপেন হবে নিছের মত=>
আজকের মত এখানেই কাজ শেষ। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। 🙂 ভাল লাগলে অবশ্যই লাইক,টিউমেন্টস করবেন কিছু যানার থাকলে টিউমেন্টেস করুন। :}
মেতে উঠুন প্রেযুক্তির সুরে।
আমি মেহেদী খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।