নিজেই তৈরি করে নিন calculator !

আমরা প্রত্যেকে চাই নিজে কিছু একটা করতে।কিন্তু কিছু প্রেতিকুলতার কারনে সবার পক্ষ্যে সম্বব হয়না।

যাই হোক এসব চিন্তা করে বসে থাকলে কোন দিনও সপ্ন সফল করা সম্বব না। কাজের কথায় আসাযাক

নিজেই calculator তৈরি করতে যা যা লাগবে নিচে দেয়া হলঃ

  • একটা pc.
  • Notepad.
  • কিছু code লাগবে

ভয় পাবেন না code আমি দেব। চলুন শুরু করা যাক=>

প্রথমে আপনাকে pc থেকে Notepad টা open করতে হবে তারপর Notepad অন করার পর নিচের কোডটা (কফি/অথবা নিজে দেখে দেখে লিখতে পারেন) Notepad এ,

@echo off
color 09
::calculator
:start
cls
set /p math=Equation =
set /a math2=%math%
cls
echo %math%=%math2%
pause >nul
goto start

এই কোডটা নিচের ছবির মত লিখতে হবে:=>

Notepad image

তারপর save করার জন্য (Ctrl +s) চাপুন এরপর আপনার পছন্দ মত যে কোন Folder এ গিয়ে আপনার পছন্দ মত নাম দিয়ে

যেমনঃ(calculator.bat) save করুন,তবে মনে রাখতে হবে save করার সময় (extention .bat) দিতে হবে।

না বুজলে নিচের ছবিটা দেখুন =>

text save image

save হয়ে গেলে এবার যেখানে save করেচেন ওখানে জান। ডাবল ক্লিক করুন ওপেন হবে নিছের মত=>

 

opening file

এবার ecuation এর পরে আপনার যা যোগ,বিয়োগ অথবা যা করবেন তা লিখুন তারপর enter চাপুন নিচের মত=>

final see image

দেখুন রেজাল্ট চলে আসবে। আজকের মত এখানেই কাজ শেষ।

ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। 🙂

মেতে উঠুন প্রেযুক্তির সুরে।

Level 0

আমি মেহেদী খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এটার আউট লুক কিভাবে তৈরী করে।

    আউট লুক বলতে কি বুযাইচেন?একটু বুযিয়ে বলতেন যদি।

গুড আইডিয়া