বাংলায় শিখুন সকল ধরনের প্রোগ্রামিং, কেবল একটি এন্ড্রয়েড অ্যাপ এর মাধ্যমে (ডাউনলোড করে নিন)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই।নিশ্চয়ই ভালো। আজ আমার টিউন একটি এন্ড্রয়েড অ্যাপ নিয়ে।এর মাধ্যমে যেকেউ প্রোগ্রামিং করা এবং শুরুর ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাবেন। বর্তমান যুগ ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ।

বর্তমান সময়ে যে দেশ ICT এর দিক থেকে যত এগিয়ে আছে,তাদের উন্নতি তত বেশি।তাই আমাদের দেশে সহ ICT সেক্টরে এক বিরাট কর্মসংস্হান এর সৃষ্টি হয়েছে।

আর ICT সেক্টর এর যে বিষয় এর মূল্য সবচেয়ে বেশি তার নাম হল প্রোগ্রামিং - Programming।  আর এই বিষয়ে দক্ষ হয়ে মানুষ সফল ভাবে ক্যারিয়ার গঠন করতে পারে।মানুষ এ বিষয়ে কাজ করে যেমন তার সৃজনশীলতাকে সর্বত্র বিকশিত করতে পারবে, তেমনি সে ফ্রী ল্যান্সিং এর কাজ করে ব্যাপক সফলতা অর্জন করতে পারবে।

প্রোগ্রামিং এর সূচনা করার ক্ষেত্রে আমার মনে হয় " বাংলায় প্রোগ্রামিং" অ্যাপটি বেশ কাজে দেবে।এতে আটটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সম্পর্কে কথা আলা হয়েছে।যা শুরুর দিকে প্রোগ্রামার দের বেশ কাজে দেবে।

আমাদের দেশে যারা কম্পিউটার সাইন্স নিয়ে সরকারি ব। বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ পড়াশোনা করে তাদের জন্য প্রোগ্রামিং যে কতটা গুরুত্ববহন সেটা সেকল শিক্ষার্থী ভালো ভাবে জানে।

আজ বাংলা প্রোগ্রামিং বিষয়ে একটি এন্ড্রয়েড অ্যাপ এর সাথে সকলকে পরিচিত করে দেব। এই অ্যাপটি ব্যবহার করে  পাইথন, সি, গিট,পি এইচ পি,লারাভেল,ডিজানগো,জাভা প্রোগ্রামিং সম্পর্কে খুব সহজেই জ্ঞান লাভ করতে পারবে।

অ্যাপটির  নাম " বাংলায় প্রোগ্রামিং "। সাইজ = ৩.৬ এমবি।

ডাউনলোড করে নিন এখান থেকে

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি techtunes.io তে ১মাস আগে জয়েন করেছি কিন্তু কোন টিউন করতে পারি নাই আপনারা কেউ জদি একটা ভিডিও টিউটোরিয়াল দিতেন তাহলে ভালো হত।