আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে C প্রোগ্রামিং এ string reverse করবেন। আমি মনে করি যে কোনো কিছু শিখতে হলে ভিডিও টিউটোরিয়াল খুবই গুরুত্তপুর্ন ভুমিকা পালন করে। তাই আমি আজ আপনাদের সাথে C প্রোগ্রামিং এ string reverse এর ভিডিও টিউটোরিয়াল শেয়ার করব।
নিচে আমি আপনাদের সাথে C প্রোগ্রামিং এ string reverse এর ২ টি পদ্ধতি নিয়ে ভিডিও শেয়ার করছি। আপনাদের কোন প্রশ্ন থাকলে মন্তব্বের মাদ্ধমে জানাতে পারেন। আমি ইনশাআল্লাহ উত্তর দিতে চেষ্টা করব।
আমি মোসলেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাংশন ব্যাবহার করে এভাবে করা যায়……
#include
#include
int main(){
char str[]={“C Programming”};
strrev(str);
printf(“%s\n”,str);
return 0;
}