বাংলাদেশে এই প্রথমবারের মতো নতুন প্রোগ্রামারদের জন্য প্রথম বাংলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হল।
নতুনদের জন্য সহজ বাংলায় প্রোগ্রামিংয়ের ধারনা দেয়া ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহ জাগিয়ে তোলার জন্যই পতাকা তৈরির প্রাথমিক উদ্দেশ্য।
পতাকার সিন্টেক্সগুলো এমন ভাবে সাজানো হয়েছে যেন যে কেউ একটি পুরো স্টেটমেন্ট পড়লে মনে হবে এটি একটি সহজাত বাংলা বাক্য অন্যকথায় বলা যায়, একটি সহজাত বাক্যকে প্রোগ্রামিং ভাষায় কিভাবে রুপান্তর করা যায় বা করলে সেটা কি দাড়ায়।
কোড রিপোজিটরীর এবং ছোটদের জন্য ভিজুয়াল গেম এর মাধ্যমে প্রোগ্রামিং শিক্ষায় আগ্রহী করে তুলতে পতাকার সূচনা করা হয়। আগামি ২০ তারিখ http://potaka.io/ ওয়েবসাইটে অনলাইন কম্পাইলার এবং টিউটরিয়াল সহ প্রকাশ পাবে এই ল্যাংগুয়েজ।
ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের ইকরাম হোসেন, রাকিব হাসান অমিয়, ওসমান গনী নাহিদ ডেভেলাপ করেছেন এই ল্যাংগুয়েজটি।
বর্তমানে পতাকার ওয়েবসাইটে (potaka.io) একটি অনলাইন কম্পাইলার এবং বেশ কিছু গেইম রয়েছে।
এছাড়া সেখানে অভ্র কীবোর্ড ছাড়াও লেখার ব্যাবস্থা আছে।
http://potaka.io/docs?page=contribution
.
আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।