সি একটি অত্যন্ত শক্তিশালী ভাষা। অত্যন্ত হাই লেভেলের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হওয়া স্বত্ত্বেও এটি শিখতে বেশ সহজ হওয়ায় প্রোগ্রামিং জগতে প্রবেশ করার সময় একজন শিক্ষার্থীকে সর্বপ্রথমেই এই প্রোগ্রামটী শিখার জন্য বলা হয়। যাই হোক সপ্তাহে দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে কোর্সগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য গুগল ডকসে ফর্মটি পূরণ করুন(প্রথম টিউমেন্টে)।প্রতিটি লেকচারে চারটি করে কুইজ থাকবে। কুইজ বিজয়ীকে ৩০ ফোন রিচার্জ দেওয়া হবে সম্মানী স্বরুপ।
যাই হোক সি প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য সাধারণত কম্পিউটার ব্যবহার করা হলেও আজকাল কাবিল পুলাপাইন এন্ড্রয়েডেও কম্পাইলারের সাহায্যে প্র্যাকটিস করছে। যদি কেউ এন্ড্রয়েডে করতে না পারেন তবে টিউমেন্ট করবেন আমি আগামী পর্বে জানিয়ে দিব।
এ পর্বে আমরা শুধু এ কোর্সের ওভারভিউ সম্পর্কে আওচনা করব।
যাই হোক সি প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমেই প্রশ্ন আসে যে এটি আমরা কেন শিখব?
সাধারণত সি প্রোগ্রামিঙ্গয়ে কোড করার পর প্রোগ্রাম কম্পাইল করে রান করলে একটি কালো কন্সোলে আউটপূটটা আসে যেটি কারো ভালো লাগার কথা নয়। অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেজে সফটওয়্যারটি প্রদর্শন হয় না। কিন্তু আসলে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেজ যুক্ত সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ডে যে কাজ চলে অর্থাৎ যে কোডগুলো কম্পাইল হয় তা ঠিক এই কনসোলের মতই।তাই আগে এভাবে কনসোলের মাধ্যমে শিখলে পরে এডভান্স লেভে আপনি gui সহ সফটওয়্যার বানাতে পারবেন।
প্রথমে এখান থেকে code blocks ডাউনলোড করে নিন।
যাই হোক চলুন দেখে আসি সি প্রোগ্রামিঙ্গয়ের ব্যাসিক ওভারভিউ সম্পর্কে এবং একটা ছোট্ট সফটওয়্যার বানাইঃ
ও হ্যা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফর্ম পূরণ করার সময় একটিভ মোবাইল নাম্বারটি দিবেন। ধন্যবাদ
আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim
ভাই এন্ড্রয়েড দিয়ে কীভাবে প্রোগ্রামিং করব