আসসালামু আলাইকুম, সবাইকে আজকের টিউনে স্বাগকম জানিয়ে টিউন শুরু করছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন।
কম্পিউটার মানুষের ভাষা বোঝে না। কম্পিউটার বোঝে তার নিজের ভাষা। কম্পিউটার লজিক দিয়ে চলে। কম্পিউটার যে ভাষা বোঝে সেটাই প্রোগ্রামিং লাঙ্গুয়েজ। বিভিন্ন প্রকার লাঙ্গয়েজ :
সি, সি ++, জাভা, পাইথন, পি এইচ পি, সি সার্প।
যে প্রোগ্রামিং লাঙ্গুয়েজ জানে সেই প্রোগ্রামার।
প্রোগ্রামিং জানলে অনেক লাভই আছে। আপনি নিজের চাহিদা মত অ্যাপলিকেশন তৈরী করতে পারবেন। অন্য কোন অ্যাপলিকেশন এর কোন অংশ পরিবর্তন কিংবা সংযোজন করতে পারবেন। নতুন নতুন প্রোগ্রাম তৈরী করতে পারবেন। কিংবা কে জানে আপনিও হয়ে যেতে পারেন পুরো পৃথিবীর কাছে পরিচিত, নতুন কিছু তৈরী করে। তবে লাভের কথা চিন্তা না করে শুধু শেখার ইচ্ছেটাই শ্রেয়।
আজ কথা বলব সি সার্প নিয়ে। যারা প্রোগ্রামিং করেন বা সি সার্প এর উপর শিখতে চান আমার মনে হয় তাদের জন্য এই কোর্স দেখা ও শিখা অত্যান্ত প্রয়োজন। আসুন প্রথমে দেখে নিই কি কি থাকছে এই কোর্সে।
আজকের মত শেষ করছি। আল্লাহ হাফেজ।
আমি ওয়েব টিউটর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই প্লিস টেক্সট টিউটোরিয়াল করেন !