Advanced Installer সফটওয়্যার ডেভেলপারদের সেরা চয়েজ Setup/Installer ফাইল তৈরী করার জন্যে।

আসসালামু আলাইকুম,
কেমন আছেন, আপনারা সবাই।
আশা করছি, সবাই অনেক অনেক ভাল আছেন।

আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, সবচেয়ে সহজ সফটওয়্যার সেটআপ ফাইল তৈরী করার সেরা এবং উন্নতমানের সফটওয়্যার।

আপনার প্রোগ্রামিং কাজ সম্পূর্ণ করার পর, যে বিষয় টি এসে যায়, তা হচ্ছে সফটওয়্যার টিকে একটি প্যাকেজ ইনস্টলার হিসাবে রুপান্তর করা।

নিজের ইচ্ছে ও পছন্দ অনুযায়ী একটি সুন্দর এবং মান সম্পূর্ণ সেটআপ ফাইল তৈরী করার জন্যে Advanced Installer আপনার জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারে।

Advanced Installer এর মাধ্যমে আপনার ডেভেলপড করা সফটওয়্যার ডিস্ট্রিবিউশন করতে পারবেন খুব সহজেই। যেখানে আপনি আপনার প্রয়োজনীয় ব্যক্তিগত বা কোম্পানী তথ্য, ইনস্টলার থিম, অনলাইন ইনস্টল প্রক্রিয়া, নিয়মিত আপডেট রাখার মত বেশ প্রয়োজনীয় ধাপ সম্পাদন করতে পারবেন, শুধু মাত্র এই একটি সফটওয়্যার Advanced Installer মাধ্যমে।

এছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা, যা আপনার কাজ মানকে করে তুলবে দৃষ্টি নন্দিত এবং আকর্ষণীয়।

এক নজরে দেখে নিন, আরও বিশেষ বিশেষ কি সুবিধা থাকছে।

Advanced Installer ডাউনলোড করতে ভিজিট করুন এখানে - http://www.advancedinstaller.com/download.html
এবং
মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও এর জন্যে রয়েছে Advanced Installer extension, যা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। https://visualstudiogallery.msdn.microsoft.com/dca0ff03-1ecb-4c8b-bba5-eb2cda4996fb

Advanced Installer ডাউনলোড শেষে ইনস্টল করুন।
ইনস্টল প্রক্রিয়া সম্পূর্ণ হলে সফটওয়্যার টি ওপেন করুন।
এবং আপনার কাঙ্খিত প্রজেক্ট টাইপ নির্বাচন করুন।

ক্রমান্বয়ে এর পরের স্টেপ গুলো অনুসরণ করুন।

সামনের টিউনস এ চেষ্টা করবো, ভিডিও সহ উপস্থাপন করার, এবং সেখানে থাকবে কিভাবে মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও তে আপনার প্রজেক্ট এ Advanced Installer যোগ করবেন।

আজ ধন্যবাদ, এ পর্যন্তই, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আমি সবুজ, এখনকার মত বিদায়। আল্লাহ হাফিজ।

Level New

আমি Love Bdsobuj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    Level New

    আপনাকে স্বাগতম, মোঃ শহিদুল ইসলাম শাহিন ভাই।