আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি হালকা শীতের আমেজে ভালোই দিন কাটছে। অনেকেরই আবার ছুটি শুরু হয়ে গেছে। তাই হাল্কা শীতের আমেজে আপনাদের জন্য নিয়ে আসলাম জনপ্রিয় পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C# এর সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল।
C# সম্পর্কে কিছু কথা?
যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সামান্যতম আইডিয়া রাখেন তারা হয়ত আগে থেকেই জানেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। যারা জানেন না তারা জেনে রাখুন।
C# হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জনপ্রিয় সফটও্যার প্রতিষ্ঠান Microsoft প্রায় ১৫ বছর আগে ২০০০ সালে এই ল্যাঙ্গুয়েজটি রিলিজ দেয়। Visual C#, .NET Framework, Mono, DotGNU এর মত সফটও্যার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে।সর্বশেষ C# 6.0 রিলিজ দেয় Microsoft। আমরা যারা Winodows 7/8/10 ব্যবহার করি তাদের ডেস্কটপের প্রায় বেশিরভাগ সফটওয়্যার গুলোই এই ল্যাঙ্গুয়েজে করা। তাহলেই বুঝতেই পারছেন এই ল্যাঙ্গুয়েজ শিখার গুরুত্ত।
কেন শিখবেন?
১। এটি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ।
২। ডেস্কটপ ও মোবাইল এ্যপ্লিকেশন বানানোর জন্য এর জুড়ি নেই।
৩। ওয়েভ অ্যাপ্লিকেশনের জনপ্রিয় ফ্রেমওয়ার্ক MVC শিখার জন্য আপনার এই ল্যাঙ্গুয়েজ জানতে হবেই।
৪। খুব সহজেই শিখা যায় এবং এটি শিখার সাথে সাথে আপনি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন জাভা বা পিএইচপিও খুব সহজেই শিখতে পারবেন।
৫। Visual Studio এর মত জনপ্রিয় প্লাটফর্মে কোডিং করার জনপ্রিয় ল্যাঙ্গু্যেজ হল এই C#।
৬। যারা উইন্ডোজ ফোন ইউজার তারা এই ল্যাঙ্গুয়েজ শিখে নিজেই বানিয়ে ফেলতে পারেন অ্যাপ।
আমি মোটামোটি পুরো C#-ই কভার দেয়ার চেষ্টা করেছি এই ভিডিও গুলোতে।
তাই আর দেরি কেন? ভিডিও গুলো দেখা শুরু করে দিন আর শিখতে থাকুন জনপিয় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ বাংলায়।
আর হ্যা ভাল লাগলে Subscribe করতে ভুলবেন না, ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে। কারণ আরো আপডেট টিউটোরিয়াল আসছে সামনেই।
সরাসরি ভিডিও টিউটোরিয়াল দেখতে চলে যান এই লিঙ্কে...
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ নাজমুল জাভেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আউটসর্সোসিং বই পিডিএফ