এই প্রশ্নটা মনে আসা স্বাভাবিক, এত প্রোগ্রামিং ল্যাংগুয়েজ থাকতে আমরা কেন সি প্রোগ্রামিং শিখবো? এটি অনেক পুরোনো ল্যাংগুয়েজ। কিন্তু এটি পুরোনো হলেও অনেক অনেক বেশি জনপ্রিয় একটি ল্যাংগুয়েজ। পৃথিবীর বড় বড় প্রোগ্রামিং প্রতিযোগীতায় যে অল্প কয়টি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করা হয় সি ল্যাংগুয়েজ সেগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের বড় বড় প্রোগ্রামিং প্রতিযোগীতাতে কখনোই বড় বড় অ্যাপলিকেশন তৈরী করতে বলা হয় না, বলা হয় বেসিক সিনট্যাক্স ব্যবহার করে নতুন ধরণের অ্যাপ তৈরী করতে।
আমি আমার এই কোর্সটিকে এমনভাবে সাজানোর চেষ্টা করবো যাতে আপনারা সি প্রোগ্রামিং এর মৌলিক বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পান এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন। প্রোগ্রামিং চর্চার বিষয়, আপনি ইচ্ছে করলেন আর প্রোগ্রামিং শিখে গেলেন সেটি হতে পারে না। আপনাকে পরিশ্রম করতে হবে ঘন্টার পর ঘন্টা, প্রতিটি কোড নিয়ে কাজ করতে হবে, প্রতিটি সিনট্যাক্স নিয়ে কাজ করতে হবে, প্রতিনিয়ত জানতে হবে নতুন কিছু। এর পরেই না হয় আপনি নিজেকে প্রোগ্রামার হিসেবে দাবি করতে পারবেন। হয়তো বড় বড় প্রোগ্রামিং প্রতিযোগীতায় পুরষ্কার পাবেন। তাহলে দেশের মধ্যে সবচাইতে বোধহয় আমিই বেশি খুশি হবো।
বেশকিছু বড় বড় ওয়েবসাইট আছে যারা প্রোগ্রামিং প্রতিযোগীতার আয়োজন করে। আমি চাই আপনি এসব প্রতিযোগীতায় নিয়মিতো অংশগ্রহণ করবেন। এতে যেমন আপনার প্রোগ্রামিং দক্ষতা বাড়বে তেমনই বিভিন্ন দেশের প্রোগ্রামারদের সাথে আপনি মেশার সুযোগ পাবেন। যদিও ভালো প্রোগ্রামার হওয়ার জন্য আপনার ভালো গণিত জানতে হবে। নিচের ভিডিওটিতে সবকিছু পরিষ্কার ভাবে বলা আছে।
আমি দেলোয়ার হোসেন দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।