আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই টেকটিউনস এটি আমার প্রথম টিউন। জানি না কোন সাহসে টিউন করছি। এ পর্যন্ত এখানে আমি এমন কোন বিষয় (আমার আগে থেকে জানা) পাই নি যা নিয়ে কোন টিউন হয়নি।
হ্যা আমি জানি আপনারা এ সবকিছুই জানেন। যারা জানেন না তারা জাকির ভাইয়ের টিউন গুলো পড়া শুরু করুন। কারণ computer এর প্রথম শব্দই c । সুতরাং এটা জানতেই হবে এমন একটা বিষয়। আমার এই টিউনটি তাদের জন্য যারা এসব জানেন অথচ সি প্রোগ্রামিং বিরক্তিকর/কঠিন/ফালতু বিষয় মনে হয় তাদের জন্য।
যেকোন বিরক্তিকর/কঠিন/ফালতু বিষয় পড়ার/জানার/শেখার প্রথম শর্ত বিষয়টার মধ্যে এমন কিছু একটা খুজে বের করতে হবে যা আপনার কাছে মজার। একবার কোন কিছুতে মজা পেয়ে গেলে আপনাকে আর কোন টেনশন করতে হবে না।বিষয়টা আপনা আপনিই মজাদার/সহজ/প্রয়োজনীয় হয়ে উঠবে। বুঝলেন কিছু!!!কিছু মজার আমিই দিয়ে দিচ্ছি…
সি প্রোগ্রামিং দিয়ে এক কথায় আপনার মনিটরে যা কিছু দেখছেন সবকিছুই বানাতে পারবেন। এমন আস্ত একটা অপারেটিং সিস্টেম ও।
তো মজা না পাবার কি আছে।
অনেক টেকটিউনার প্রায় প্রতিদিন কত কষ্ট করে মজার মজার কোড টিউন করছেন। আপনি শুধু কোডগুলো আপনার কমপাইলারে লিখুন আর Ctrl+F9 চাপুন। তাতেও না হলে Google তো আছেই। (হাজার হাজার Error মারে! TechTunes আছি কি জন্যে)। দয়া করে কপি/পেস্ট না করে দেখে দেখে নিজে লিখুন। কথায় আছে না ১বার লেখা=১০বার পড়া(≠১০০…বার কপি/পেস্ট করা)।
এখন থেকে আপনাদের কিছু কোড দিব ব্যাখ্যা সহ… আপনাদের কাজ কোড গুলোর মজাটা বের করা।
#include<stdio.h>
#include<conio.h>
void main()
{
clrscr();
int a,prime;
printf("\n\n\t\t\t\t\"Prime Numbers Test Out\"\n\n");
printf("\t\t\t\t\"Made by ME-MAAKN\"\n\n");
printf("Enter a number to Test : ");
scanf("%d",&a);
prime=1;
for(int i=2;i<=a/2;i=i+1)
if((a%i)==0)
prime=0;
if(prime==1)
printf("\n\t\t\t\t\The Number is Prime.");
else
printf("\n\t\t\t\t\The Number is not Prime.");
getch();
}
সি প্রোগ্রমিং এ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা দাড়ি-কমাও ভুল হতে পারবে না।
চাইলে এই শর্ত গুলো কাজে লাগিয়ে একে আরো শক্তিশালী করা যাবে। যেমন এর মধ্যে infinite loop[for(;;)] লাগিয়ে বারবার use করা যাবে।এছাড়াও অনেক কিছু করা যাবে। ভালো লাগলে জানাবেন।
টারবো সি সফট টি ডাউনলোড করুন এইখান থেকে।
পুনশ্চঃ আমি শেখাচ্ছি না শেখানোর কাজ জাকির ভাই করছেন, আমি শুধু এর প্রতি আপনাদের আগ্রহী করার চেষ্টা করছি।
আমি মাখন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 961 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একটা ফাজিল। সবসময় ফাজলামো করতে ভালোবাসি। আর আমি প্রায় সবসময় হাসিখুশি থাকি। আমাদের সমাজে সবার এত বেশি দুঃখ যে কাওকে একটু হাসতে দেখলেই মনে করে তার মাথার স্ক্রু কয়েকটা পড়ে গেছে। আমি তাদের সাথে একমত, আমার শরীরের যে অংশ আমাকে হাসতে দেবে না, আমার তার দরকারও নাই।
টেটিতে স্বাগতম।
এডভান্সড লেভেলের টিউন করেছেন। এ ধরনের টিউন কম হয় টেটিতে।
ধন্যবাদ।