‘পিএইচপি এক্সপার্টস’ আগামী ৬ নভেম্বর ২০১০ বিকাল ৩ টায় ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে যাচ্ছে পিএইচপি-বিষয়ক একটি সেমিনার। Comjagat.com থেকে এ সেমিনারটি সরাসরি ওয়েবকাস্ট করা হবে। ধরে নেয়া হচ্ছে এটি হবে প্রযুক্তি জগতে একটি বড় মাপের আয়োজন। এতে অংশ নেয়ার জন্য ৫৩৫ জন আবেদনকারীর মধ্য থেকে ৩৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
অনলাইনে এ সেমিনার উপভোগ করতে আগ্রহীরা http://video.comjagat.com/watch_video.php?v=32b20243170400b ঠিকানায় ভিজিট করুন। চাইলে আপনি অনলাইনে সেমিনার বিষয়ে আপনার মন্তব্য পাঠানোর পাশাপাশি প্রশ্ন করার সুযোগ পাবেন। Comjagat.com আশা করছে অন্যান্য বারের মতো হাজার হাজার প্রযুক্তিপ্রেমী অনলাইনে অনুষ্ঠানটি উপভোগ করবেন।
আমি কমজগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Jagat has been involved with the ICT movement here in Bangladesh for more than a period of two decades. During this period we have been able to create a set of records for which we feel proud of.
ধন্যবাদ শেয়ার করার জন্য ।