Computer Programming And Hacking শিখুন একদম Free

আপনারা সবাই কেমন আছেন? প্রায় অনেক মাস পর কথা হচ্ছে আপনাদের সাথে। যা ই হক মুল কথায় আসি। আমি এই বার কেবল মাত্র কম্পিউটার প্রোগ্রামিং এর ওপর ধারাবাহিক ভাবে টিউন্স করব। যার মধ্যে থাকবে (Software + Web Development)

১. C Programming

2. C++ Programming

3. Java

4. C# (Visual Studio 2013)

5. Visual Basic (Visual Studio 2013)

6. Python

And Many More (যা যা প্রয়োজনিয়)

Basic+ এইগুলা তো পোলাপাইন্দের জন্য এই কথা যদি ভাবেন তাহলে এমন অনেক কিছুই মিস করবেন যা আগে কখন দেখেননি (হতে পারে :p)। আমি চাই আপনারা University তে CSE পরার আগে ই University Level এর Knowledge অর্জন করুন। আমার সব গুল Tutorial Text + Image এ হবে যাতে আপনাদের মেগাবাইট কম খরচ হয় এবং হে কিছু হ্যাকিং ট্রিক্স ও থাকবে। যদি ভিডিও Tutorial চান তাহলে Voting হবে কারন আমি কেবল মাত্র ৩-৪ জনের জন্য বাংলায় Video Tutorial বানাব না। টার চাইতে Better English এ Video Tutorial করা। তবে আমি খুব ভাল ভিডিও টিউটরিয়াল বানাতে পারি না অন্য সবার মত এত Styling দিয়ে। আমি First C Programming দিয়ে Start করব। C Programming এর কিছু Basic Tutorial এর পর আমি একই সাথে ২ টা Programming Language নিয়ে কাজ করা Start করব অ্যান্ড তা হতে পারে (Any Language + C# / Visual Basic). C#/ Visual Basic Must. কারন IT Farm গুলতে এই Language এর ওপর বেসি প্রাধান্য দেওয়া হয়। তবে আমি তারচাইতে ও বেসি কিছু শিখাব In Sha Allah. যেমন C# Or Visual Basic এ কিভাবে Professional Looking Form For Software And Database Application তৈরি করতে হয় তা সিখাব। যা দেখতে অনেকটা এইরকমঃ

এবং আমি আরো দেখাব যে Application এ Hard Protection না রাখলে কিভাবে এই Application এর Source Code Hack করা যায়। যেমন আপনারা itsourcebd.com এর কথা অনেকে ই শুনে থাকবেন। তাদের ৫ টি Database Application আছে।

1. Easy Accounting: http://www.itsourcebd.com/easy-accounting/

2. Point Of Sale: http://www.itsourcebd.com/point-of-sale/

3. One Accounting Plus: http://www.itsourcebd.com/one-accounting-plus/

4. Smart Desk: http://www.itsourcebd.com/smart-deskcable-tv-billing/

5. Green Pharma: http://www.itsourcebd.com/green-pharma-pharmacy-management/

Prove:

(বি.দ্রঃ আমি Free Version টা এখন Crack করি নি। আর করব ও না। আর আপনাদের ও না করার জন্য Request করছি। যদি Personal কাজের জন্য Crack করতে চান তাহলে সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমি Personally Request করব যে Publicly Crack Release করবেন না। তাহলে Software Developer দের মনে আঘত আসে। তাদের আর্থিক ক্ষতি হয়। যদি করতে চান তাহলে বাইরের দেশের Software গুলা Crack করেন নিজের দেশের না।)

আরো অনেক অনেক কিছু। সব ত এখন মনে নাই। টিউটুরিউয়াল এর সময় বলব In Sha Allah.

আপনাদের মনে Question থাকতে পারেঃ

১. ভাই আপনি কি Only Basic শিখাবেন?

Answer: আমি জানি না। মানে হল আমি জানি না যে কোন ধরনের Level এ গেলে Pro হওা যায়। আমি যতটুকু যানি আমি আপনাদের সবটুকু এ দিব।

২. ভাই আপনি এইগুলা ফ্রী তে শিখাবেন কেন?

Answer: Case In My World Knowledge Is Free....

আরো অনেক.

আমাকে Follow করতে চাইলে আপনাদের কিছু Configaration পুরন করতে হবেঃ

১. Computer (MUST) With (Windows 7 / 8 / 8.1). Android Allow করা হবে না আর এই জাতিও কোন Question করা হলে (যেমনঃ আমি কিভাবে C Code Android এ Run করব? Bla Bla Bla.) কোন রেপ্লাই দেওয়া হবে না।

২. CodeBloks, Java, Python, Visual Studio 2010 / 2012 / 2013 (আমি  2013 Follow করব। So Try করবেন 2013 Install করতে। নাহলে সব কাজ করতে পারবেন না।), SublimeText3 install করা থাকতে হবে।

৩. আপনাদের সবাইকে Regularity Maintain করতে হবে। যদি দেখি যে Regular জনগন কম তাহলে আমি FB তে Private Group এ শিখাব। এবং techtuns এ Tuns করা বন্ধ করে দিব। আমি কিছু Private Document দেব যারা Regular কেবল তাদের জন্য।

৪. সবাইকে আগ্রহি হতে হবে। যত বেশি আগ্রহ দেখাতে আমি তত বেশি দেওয়ার চেস্টা করব।

যারা যারা আগ্রহি তারা তারা Comment এ Y লিখে Comment করুন। যাদের আমি Regular পাব তাদের আমি nGrade এ Add করে দিব And তারা ই কেবল Private Document গুলা পাবে।

ধন্ন্যবাদ সবাইকে। ভাল থাকবেন।

Me On Facebook: https://www.facebook.com/Mendax47

Level 2

আমি নিষ্পাপ হ্যাকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো প্রস্তাবনা, আশা করি ধারাবাহিকতা বজায় রাখবেন। ধারাবাহিক ……………………

Y

উদ্যোগ টি ভাল… পড়তে ভাল লাগল… আমি অনেক বেশী আগ্রহী। কিন্তু একটা কথা, এই সব টিউনে লোক জন কম হওয়ায় স্বাভাবিক। অনেকে শিখবে কিন্তু টিউমেন্ট করবে না। অর্থাৎ আপনি জানতে পারবেন না। আশা করছি শুধু শেখাব বলে টিউন করে শেষ করবেন না। ধারাবাহিকতা বজায় রাখুন। আরেকটি ব্যাপার অনেকে দেখা যায়, ধারাবাহিক টিউন এর ক্ষেত্রে একটি টিউন করার পর প্রায় ১সপ্তাহ পর পরবর্তী টীউন করে। এতে আগ্রহ হারিয়ে যায়। তাই পারলে একটু তারা তারি পোষ্ট করিয়েন। ধন্যবাদ।

টিউনটি পড়ে অনেক ভাল লাগলো। ভাই আপনি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে জান। আমরা আপনার সাথে আছি?

y

y asa kori sesh projonto tutorial gula pabo…

I M agrohi too .. Y broo …

আমি অনেক আগ্রহী……ভাইয়া কবে থেকে আপনার টিউটোরিয়াল পাবো?আর এটি মূলত কিসের উপর?হ্যাকিং না প্রোগ্রামিং?

অত্যন্ত আগ্রহী!! আপনি যখন শর্ত ছুরলেন, তবে আপনাকেও ধারাবাহিকতা বজায় রাখার একাগ্র চেষ্টা রাখতে হবে।।!!! বেষ্ট অফ লাক

YYYYYYYYYYYY

মনে হয় ঈদ উপহার পাইয়া গেলাম।।

যাই হোক, আমরা আপনার সাথে আছি………আপনি আপনার শেখানো চালিয়ে যান…….ধন্যবাদ

ha obossoi….shikhte agrohi

Y
আগ্রহী তো অনেকেই , কিন্তু সমস্যা হলো অনেকেই এরূপ উদ্যোগ নিয়ে দুদিন পর হারিয়ে যায় ! সমস্যাটা ঠিক সেখানেই ! টিটিতে প্রায় ৫ বছর যাবত আছি , মাত্র হাতে গোনা ক জন ছাড়া কেউই পূর্নাঙ চেইন টিউন করে যান নি , শুধু আশাই দিয়ে গেছেন তারা ! আশা করি আপনি সেটা করবেন না ! আরকটা রিকুয়েস্ট , ভিডিও টিউন করবেন না প্লিস !
আরেকটা ব্যাপার বলে রাখি , হয়ত আপনার টিউনের কমেন্ট অনেকে করবে না , তাই বলে এরূপ ভাবার দরকার নেই যে আপনার টিউন কেউ পড়ছে না ! টিউমেন্ট কম হলে আশা হত হবেন না , আপনি আপনার মত টিউন করে যাবেন ! — ধন্যবাদ

    Ai Agroho Rahaia Jabe Kicho Din Pore E….. Case Amra Bangali Amader Dhorjo Sokti Kom….

      ঠিক বুঝলাম না যে আপনি কার আগ্রহের কথা বললেন , আপনার নাকি আমাদের ! হ্যাঁ এটা ১০০ ভাগ খাটি কথা যে বাঙ্গালির ধৈয্য শক্তি শুধু কমই না , একেবারে নাই বলা যায় ! :p

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ

nice & egarly waiting to get the chain tune fulfilled… 🙂

Level 0

y