ইউটিউবে শুধু Move, Song আর Video না প্রোগ্রামিং শিখতে যারা আগ্রহী তারা C++ Programming টাও শিখে নিতে পারবেন। এবার Beginner Programmer রা ইউটিউবে বেশিরভাগ সময় কাটাবেন Programming শেখার জন্যে।মোট 48 টা Lesson এর সমন্বয়ে এ পোগ্রামিং স্কুল এর সৃষ্টি। কথা না বাড়িয়ে নিচের লিঙ্কে ক্লিক করে এখনি চলে যান। বই দেখে শেখার থেকে ও ভালো কাজে দিবে। যারা পোগ্রামিং শিখতে চান তারা Please একবার হলে ও ঢু মেরে আসবেন।
http://www.youtube.com/view_play_list?p=A68C1F33757B4A38
আসা করি Beginner Programmer সবার উপকারে আসবে।
সব সময় শুনি কপি পেষ্ট কপি পেষ্ট, কোন দিন ভালো ভাবে চোখে পড়ে নি। আজ একদম চোখের ভিতরে প্রবেশ করলো।
অনেক গুলো সাইটে ই দেখি আমার পোস্ট। কোন দিন আমাকে জিজ্ঞেস ও করে নি। হুবুহু পেষ্ট করে দিয়েছে। তারা একবার ও ভাবে নি একটি পোষ্ট লিখতে আমার কত কষ্ট হয়েছে।
তেমনি দুটি সাইট
১।এটায় যদি ও আমার নাম আছে।
২।আর এখানে তো আমি কে, কার পোস্ট তা ও উলেখ করা হয় নি।
আমি জানি না আর কোথায় এরকম রয়েছে।
এ গুলো দেখে অনেক কষ্ট লাগছে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
ভাইরে বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশে তো ডিজিটাল চোরের অভাব নেই