[Mega Post] আসেন নিজে কোড বানানো শিখি আর হয়ে উঠি একজন ওয়েবমাস্টার। আজ বানাবো ইনফো বোর্ড।

সবাইকে সালাম জানাই | অনেক দিন পর লিখতে বসলাম | যাই হোক আমরা অনেকে আছি যারা ওয়াপকা এর কোড নিজে বানাতে পারি না তাই সবাই কে বলি যে আমাদের এই কোড দিতে ওই কোড দিতে |আজ সেই দিন শেষ এবার আপনি পারবেন কোড বানাতে শুধু একটু সময় দিতে হবে | তা হলে কাজ সুরু করে দেই |আজ আমরা নোটিশ বোর্ড বানাব |
প্রথমে বলি যে কোন কোড শুরু হয় <div class=" "> এবং শেষ হয় </div> দিয়ে | এখানে <div এর পড়ে একটা স্পেস দিতে হবে এবং class="brdr"> দিতে পারবেন এখানে brdr একটা ক্লাস বা ডিজাইন এটা আমাদের পরে বুজলে হবে | এবার আমরা কাজ শুরু করি|

Code:


<div class="brdr"><div class="phdr">Info Board</div>
SkyBDWap.TK সাইটে আপনাদের স্বাগতম |নতুন নতুন পোস্ট দিয়ে আমাদের সাইটকে সুন্দর করে তুলুন |</div>

আমাদের কোড বানানো শেষ এবার বুজার পালা| আপনারা মনে করতে পারেন এই কোডে দুই বার <div class দিলাম কেন | এটা দুই বার নয় আপনার যত বার দরকার দিতে পারবেন |আরেকটা জিনিস প্রথমে যে <div class="brdr"> দিছি তার পরে </div> দেই নি কিন্তু পরের <div class="phdr">Notice Board</div> দিছি | একটু খেয়াল করেন কোডের একেবারে শেষে </div> দেয়া আছে | এটা দিছি একেবারে ১ম টার জন্য |আর ২ নাম্বারে যেই টা দিছি সেটা Info Board লেখার পিছন কালার করে দেখাবে |আর পরে আপনার যা লেখার লিখতে পারেন |তা হলে আজ এ পর্যন্ত।

Level 0

আমি সাকিব হাসান রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

‍‍”কই থ্যাইক্কা আহে মদনগুলা!!”
কোড কি, জানো? নিজেরে জিগাও!! তারপর টিউন করতে আইসো!!

#টিটির মোডারেটর সব নাক ডাইক্ক্যা ঘুমায় 🙁

[Mega Post] কথাটার সাথে মিল খুইজা পাইতেছি না।

Level 2

Very tiny post.

মিয়া বাই, ফন করার জায়গা পান না?