আসসালামুয়ালাইকুম !!! প্রিয় টেকটিউনস এর প্রযুক্তি প্রিয় বন্ধুরা সবার সাথে আমি আগে আমার পরিচয়টা একবার শেয়ার করে নিই তারপর আমাদের টিউটোরিয়াল শুরু করি।
আমি মোহাম্মদ হাবিবুর রহমান, পড়াশুনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারি ( সিটি ইউনিভার্সিটি )।
এটা সি++ প্রোগ্রমিং নিয়ে আমার চেইন টিউটোরিয়ালের প্রথম টিউটোরিয়াল। সকলের সুবিধার্থে টিউন শেষে বুঝার জন্য একটি করে ভিডিও শেয়ার করবো। আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জনাবেন। বুঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। একটা কথা বলে রাখি অবশ্যই আগে টিউনটা ভালো ভাবে পড়বেন পরে যখন আরও বেশি বুঝতে আগ্রহি হবেন তখন ভিডিও দেখবেন, অন্যথায় দেখার প্রয়োজন নেই।
আজ থেকে সি++ এর টিউটোরিয়াল লিখা শুরু করলাম। কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আমরা এই প্রোগ্রামিং ল্যংগুয়েজের জন্য কোডব্লক আইডিই ব্যবহার করবো।
1. প্রথম টিউটোরিয়ালঃ (Hello World)
প্রথমে কোডব্লক চালু করবোঃ a. File-> New -> Empty File
b. File -> Save File
c. যেকোন একটা নাম দিন এবং শেষে .cpp এক্সেটেনশান দিন। যেমনঃ Hello.cpp
d. এর পর প্রোগ্রামটা লিখে ফেলুনঃ
# include<iostream>
using namespace std;
int main(void){
return 0;
}
e. এই প্রোগ্রামটা হল সি++ এর প্রধান প্রোগ্রাম প্রত্যেকবার কোড লিখার সময় এই অংশটুকে লিখতে হয়।
f. এবার Hello World আউটপুট করানোর জন্য মেইন ফাংশান এর ভিতর cout<<"Hello World"; লিখুন। অর্থৎ পুরো কোডটা দাড়ায়ঃ
# include<iostream>
using namespace std;
int main(void){
cout<<"Hello World";
return 0;
}
g. এবার Build -> Compile current file and Build->Run
কোনা জায়গায় ভুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।
দ্বিতীয় টিউনের জন্য চোখ রাখুন টেকটিউনসে।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।
বাংলা প্রোগ্রামিং ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/bdpro...
ফেসবুকে আমিঃ https://www.facebook.com/XPLOVERUBEL
আমি মোহাম্মদ হাবিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apni city university kon batch?