মোবাইল অ্যাপ বা এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর আগে।

অনেকেই মোবাইল অ্যাপলিকেশন ডেভেমপমেন্ট শিখে। বেশির ভাগই অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা না নিয়েই। বিষয়টা অনেকটা অ, আ না শিখে কবিতা লেখার মত হয়ে যায়.

প্রোগ্রামিং না শিখেও অ্যাপ ডেভেলপ করা যায়, শেখা যায়। সমস্যা হবে অন্য জাগায়।

এক সময় মোবাইল ওএস হিসেবে ছিল সিম্বিয়ান এর রাজত্ব। এরপর এসেছে আইওএস। এরপর সব গুলোকে হারিয়ে দিয়েছে এন্ড্রয়েড। এখন এন্ড্রয়েডের মার্কেট ভালো। দুই দিন পর না ও থাকতে পারে।

এখন যদি কেউ প্রোগ্রামিং সম্পর্কে না জেনেই এন্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চায়, পারবে। অ্যাপ ও তৈরি করা যাবে। পাবলিশ ও করা যাবে। সুন্দর আয় ও করা যাবে। হঠাৎ করে যদি এন্ড্রয়েডকে হারিয়ে অন্য কোন অপারেটিং সিস্টেম চলে আসে, তখন কি হবে? নতুন করে ঐ অপারেটিং সিস্টেমের জন্য নতুন করে সব কিছু শিখতে হবে। প্রোগ্রামিং না শিখে আবার প্লাটফরম পরিবর্তন করতে গেলে অনেক কিছুই কঠিন লাগবে। লাগবে অনেক সময়।

আবার প্রোগ্রামিং এর ধারণা না থাকায় অনেক কিছু বুঝতে অসুবিধে হবে। ছোট্ট একটা কাজ কিভাবে করব চিন্তা করতে করতেই অনেক সময় চলে যাবে। অথচ ঐটা ছোট্ট একটা লাইন দিয়েই করা যেতো। যদি প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা থাকত।

যদি প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা নিয়ে তারপর যে কোন মোবাইল প্লাটফরমের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট শেখা হয়, তাহলে শিখতে সহজ হবে। সময় কম লাগবে। সব কিছু সহজেই বুঝা যাবে। এমনকি প্লাটফরম পরিবর্তন করতে চাইলে এক রাত ঐ প্লাটফমের উপর পড়া শুনা করলেই ও প্লাটফরমের জন্য অ্যাপলিকেশন তৈরি করে ফেলা যাবে।

দরকার ব্যাসিক গুলো শেখা। ব্যাসিক গুলো শিখলে কমপ্লেক্স গুলোও এক সময় সহজ মনে হবে। দরকার প্রোগ্রামিং এ ভালো ধারণা। এরপর যে কোন দিন যে কোন প্লাটফরমেই কাজ করা যাবে। কাজ করার স্কোপ বাড়বে। কাজ করাও সহজ হবে। শুভ কামনা, সবার জন্য 🙂

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা আসলে আমারও কথা……মুশকিল হলো আম আদমি এটাও বুঝে না যে বিনা প্রোগ্রামিং-এ দুনিয়াটাও চলে না 🙂

Level 0

কম করে হইলেও বেসিক জাভা না জেনে এন্ড্রয়েড app বানায় এমন ক্ষমতা কারো আছে?

জাকির vai valo laglo apner amon sundor akta post pora amer oo nizar oo kisu improvement dorkar apner jana mota khulay valo help paoer moto ka asa ak2 janala upokrito hotam .
thaks .

    @Arup baidya: ভালো হয় বই বা গুগলে সার্চ করে আপনার যেটা ইম্পুভ করা দরকার, তা শেখা। আর কোন কিছু বুঝতে অসুবিধে হলে পরিচিত কারো হেল্প নেওয়া।

Thik ache, but apni tale dhape dhape sekhate suru korun.

খুব ভাল লাগল। 🙂 🙂

Android app development শেখার আগে ভালো জাভা জানতে হয়। জাভা শেখার জন্য একটা ভালো আপ্স রিকমেন্ড করছি

https://play.google.com/store/apps/details?id=com.md.kaiumali.javainbangla