সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি।
আজকে আমি C প্রোগ্রামিং ল্যাংগুয়েজের Conditional Operator
ও Library Function সম্পর্কে আলচনা করব। তো শুরু করা যাক-
Conditional Operator
Conditional Operator: একটা condition দিয়ে দুটি মান select করার একটা পদ্ধতি। এটি নিচের মতো করে লেখা হয়ঃ
Expression1? Expression2: Expression3
যেমনঃ মনে করি i=5, তাহলে নিচের Conditional Operator টা দেখিঃ Z=(i<8)?10:100;
|
এখানে Z এর জন্য Conditional Operator টা লেখা হয়েছে। এখানে লিখা হয়েছেঃ Z=(i<8)?10:100; অর্থাত যদি i এর মান 8 থেকে ছোট হয় তাহলে Z এর মান হবে 10। আর তা না হলে z এর মান হবে 100.
আমি নিচের প্রোগ্রামে সব কিছু বুঝানোর চেষ্টা করছিঃ
প্রোগ্রাম টির output:
Library Function: C Programming এ অনেক গুলো Library Function রয়েছে। এগুলো সধারনত সবছেয়ে বেশি ব্যবহৃত Function. আমরা ইচ্ছে করলে Library Function Add করতে পারি। নিছে সবছেয়ে ব্যবহৃত Library Function এর চার্ট দেওয়া হলো।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকির ভাই C Programming Language টিউটোরিয়ালটা চালিয়ে যাওয়ার জন্য।আপনি খুবই একটা ভাল কাজ করতেছেন আপনার জন্য রইল আমার অনেক অনেক শভকামনা।