C Programming Language শিখুন (পার্ট -১২)


সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি।

আজকে আমি C প্রোগ্রামিং ল্যাংগুয়েজের Conditional Operator

ও Library Function সম্পর্কে আলচনা করব। তো শুরু করা যাক-

Conditional Operator

Conditional Operator: একটা condition দিয়ে দুটি মান select করার একটা পদ্ধতি। এটি নিচের মতো করে লেখা হয়ঃ

Expression1? Expression2: Expression3

যেমনঃ

মনে করি i=5, তাহলে নিচের Conditional Operator টা দেখিঃ

Z=(i<8)?10:100;

এখানে Z এর জন্য Conditional Operator টা লেখা হয়েছে। এখানে লিখা হয়েছেঃ Z=(i<8)?10:100; অর্থাত যদি i এর মান 8 থেকে ছোট হয় তাহলে Z এর মান হবে 10। আর তা না হলে z এর মান হবে 100.

আমি নিচের প্রোগ্রামে সব কিছু বুঝানোর চেষ্টা করছিঃ

প্রোগ্রাম টির output:

Library Function: C Programming এ অনেক গুলো Library Function রয়েছে। এগুলো সধারনত সবছেয়ে বেশি ব্যবহৃত Function. আমরা ইচ্ছে করলে Library Function Add করতে পারি। নিছে সবছেয়ে ব্যবহৃত Library Function এর চার্ট দেওয়া হলো।

C Programming Language শিখুন (পার্ট -১১)

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকির ভাই C Programming Language টিউটোরিয়ালটা চালিয়ে যাওয়ার জন্য।আপনি খুবই একটা ভাল কাজ করতেছেন আপনার জন্য রইল আমার অনেক অনেক শভকামনা।

    আপনাকে ও ধন্যবাদ আতাউর রহমান ভাইয়া।

Level 0

যারাই টিউটোরিয়াল করছিলো শেষ করতে পারে নাই, আমি মনে করি আগ্রহি ভিজিটরের অভাবেই সব টিউটোরিয়াল বন্ধ হয়ে যায়। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই জন্য যা, মন্তব্য না পাওয়ার পরেও টিউটোরিয়াল চালিয়ে যাচ্ছেন বলে।

    দোয়া করবেন আমি যেন শেষ পর্যন্ত যেতে পারি।

The presentation of tunes is very nice & easy to understant. Thanks to Jakir vai.I am student of SUST. I have a minor course(introduction to computer language) in which your tunes help me.plz try to continue it

    I try my best.

    আরে! সুখি নাকি ? তোমার আগ্রহ দেখে ভাল লাগল। আমি নাহিদ। বিবিএ-এর। চেনো নাকি?

জাকির ভাই অনেক দারুন বোঝান আপনি কিন্তু আসলে আরেকটু ঘন ঘন টিউন করতে বললে কি বেয়াদবি নিবেন ?

    আপনার কমেন্টে উতসাহ পেয়েছি, আপনাকে ধন্যবাদ। আমি চেষ্টা করব আরো ঘন ঘন টিউন করার।

    ১১নম্বরটা কই? ১৩ এর কোন খবর নাই দেখছি।

    এটা মডারেটোরের সমস্যা। আমার টিউনার পাতায় গিয়ে কষ্ট করে দেখুন।

@Nahid: ya sukhy, i know you.

জাকির ভাই আপনাকে ধন্যবাদ। আপনার সি প্রোগ্রাম পড়ে অনেক ভাল করে বুঝতে পারলাম।

    আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাই ১১ নাম্বার কই?

    ১১ নাম্বার টিউনার পেজে গিয়ে দেখুন। আমি ওটা আপডেট করার ফলে লিস্ট থেকে হারিয়ে গেছে। মডারেটর আর এড করে নি।

Level 0

bai a p ni ki visul basic pa ran to ho la ak ta tips di ban

    ভাইয়া আপনার কথা ভাল ভাবে বুঝি নি।

দারুন হইতাছে

😀

Level New

really great zakir vai

চার্ট টা কাজের… লাইক দিলাম 🙂

    তাহলে তো প্রয়জনীয় সকল চার্ট শেয়ার করতে হয়। আচ্ছা শিগ্রয়ী প্রয়জনীয় সকল চার্ট শেয়ার করব।