সবাইকে জাভা প্রোগ্রামিং ভিডিও টিউনে স্বাগতম জানাচ্ছি। জাভা একটি অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সান মাইক্রোসিস্টেম ৯০এর দশকের গোড়ার দিকে জাভা ডেভলপ করে। এটি অতি দ্রুত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার পরিণত হয়। জাভার জনপ্রিয়তার প্রধান কারণ গুলো হচ্ছে এটি পোর্টেবল, নিরাপত্তার দিক থেকে বেশ চমৎকার, এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ওয়েব প্রোগ্রামিং সাপোর্ট করে। বর্তমানে জাভার জনপ্রিয়তার অন্যতম কারণ হচ্ছে এটি মোবাই ডিভাইসের বিভিন্ন প্লাটফর্ম সাপোর্ট করে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েডের এপ সমূহ জাভা দিয়েই বেশি ডেভলপ করা হয়। জাভা দিয়ে তৈরি করা যেকোনো এপ্লিকেশন উইন্ডোজ,লিনাক্স,ম্যাক সবগুলো প্লাটফর্মেই কাজ করে।
এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার জন্য বা বা মোবাইল এ্যাপ ডেভলপমেন্ট শেখার জন্য জাভা প্রোগ্রামিং শেখা হতে পারে গুরুত্বপূর্ন এবং সময়োপযোগী সিদ্ধান্ত। তাই আসুন জাভা শিখি এবং প্রোগ্রামিং এর আসল স্বাদ গ্রহণ করি।
আশা করছি টিপসগুলো সকার কাজে লাগবে।
সবাইকে ধন্যবাদ । শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
খুব ভাল উদ্যোগ । চালিয়ে যান ধন্যবাদ …