সবাইকে সি শার্প ভিডিও টিউনে স্বাগতম জানাচ্ছি। সি শার্প হচ্ছে মাইক্রোসফটের ডট নেট ফ্রেমওয়ার্ক ভিত্তিক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ব্যবহার করে ডেক্সটপ এপ্লিকেশন, ওয়েব এপ্লিকেশন সহ বিভিন্ন ধরণের সফটওয়্যার তৈরি করা যায়। এছাড়া যারা ইলেকট্রনিক্স, মাইক্রোকন্ট্রোলার,আরডুইনো বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করেন তারা খুব সহজেই হার্ডওয়ার কন্ট্রোল করার জন্য, ডাটা স্টোর বা প্রসেসিং এবং কমিউনিকেশন তৈরির জন্য প্রয়োজনীয় টুলস বা এপ্লিকেশন সফটওয়্যার সহজেই তৈরি করে নিতে পারেন সি শার্প ব্যবহার করে। তাই সি শার্প শেখা আমাদের সবার জন্যই বেশ গুরুত্বপূর্ণ।
http://www.mediafire.com/download/c8xj9bn7bidpay4/6.C#basic-Part-6.zip
সবার জন্য শুভকামনা রইলো
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
সুন্দর