টিউটোরিয়াল অন C প্রোগ্রামিং- সূচনা

প্রথমেই বলি প্রায় সাড়ে তিন বছর আগে আমি টেকটিউনসে রেজিস্টার করি কিন্তু এটাই আমার প্রথম টিউন । যাই হোক টেকটিউনসে প্রথম পোস্ট করতে পেরে খুব ভাল লাগছে।

সি নিয়ে এর আগে অনেক টিউন হইয়াছে তবে যারা নতুন টেকটিউনসে এসেছে তাদের জন্য আমার এই টিউন। আপনাদের সুযোগ থাকছে প্রস্ন করার যার উত্তর আমি পরের টিউনে দেবো ।
সি একটি প্রগ্রাম্মং ল্যাঙ্গুয়েজ ।আমরা যেমন বাংলা ভাষাই তথ্য আদান প্রদান করি তেমন কম্পিউটার এ তথ্য প্রদানএর এক প্রকার মাধ্যম হল সি।
সি ইংরাজি ভাষায় লেখা হয় ।
প্রগ্রামিং করতে মূলত একটি সফটওয়্যার লাগে যেটা কে IDE বলে ।যেখানে আপনি প্রোগ্রাম লিখতে ও চালাতে পারেন।

IDE- Integrated Development Environment
আমরা সবাই জানি কম্পিউটার ০ আর ১ ছাড়া কিছু বোঝে না কিন্তু ভেবে দেখুন সি তে আপনি ইংরাজি তে প্রোগ্রাম লিখছেন ।হ্যাঁ আর এখানেই IDE আপনাকে ম্যাজিক শো করছে । IDE তে সফটওয়্যার নির্মাতা একটি EDITOR- যেটাতে আপনি লেখেন, COMPILER-যেটি ওই লেখাটি কম্পিউটার এর বোধগম্য ০ ও ১ এ পরিণত করে DIBUGGER -আপ্নার ভুল ধরতে সাহায্য করে যুক্ত করে দিয়েছেন আপনার সুবিধার জন্য।
IDE হিসাবে নতুনরা সাধারণত Turbo C বা CODEBLOCKS ব্যবহার করে তবে আমি CODEBLOCKS কেই বেশি প্রাধান্য দেব।কারন পরে নিজেই বুঝতে পারবেন।

ডাউনলোড করে নিন কোড ব্লকস

ডাউনলোড

যদি সুযোগ হয় ইউটিউব এ দেখুন https://www.youtube.com/watch?v=X4TIWDwJ0bQ

যদি কোন ভুল হয় অভিগ্য রা সূদরে দেবেন

। পরবর্তী টিউন এ আবার দ্যাখা হবে।

Level 0

আমি শিলাদিত্য পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo hoise tune ta.thanks

ধন্যবাদ। চালিয়ে যান। পালাইয়েন যে।

ধন্যবাদ।
আপনারা পাশে থাকলে আসা করছি চালিয়ে যেতে পারব ।

Level 2

মাঝে মাঝে ভাবি, আমার মত বোকাদের জন্য প্রোগ্রামিং আসে নি। তবে আপনার মত কেউ যখন লোভ দেখায় তখন ইচ্ছা জাগে পারবো না কেন।

ধন্যবাদ ভাই। আপনার সাথেই আছি। চালিয়ে যান।