প্রোগ্রামিং করার সময় , একই ধরণের কাজ বারবার করার জন্য একই কোড বারবার লেখাটা ভালো কৌশল নয়। এতে যেমন কোডের লাইন সংখ্যা বৃদ্ধি পায় তেমনি জটিলতা এবং এক্সিকিউশন টাইমও বৃদ্ধি পায়। এই সমস্যার সমাধান হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা ওয়েব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ php র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কৌশল শিখবো। class এর মাধ্যমে একই ধরণের কাজ সমূহের গ্রুপ তৈরি করে প্রোগ্রামিং করার কৌশলই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।
http://www.mediafire.com/download/cigcd4euu275iw4/1.oopphp_part-1.zip
সবার জন্য শুভকামনা রইলো
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
vaia 1st html sikhalen then css sikhalen, n vaia apnar sathe agaychi, then javascript, twitter bootscarp, jqwery egula bad ei ki php sikha start dibo apnar sathe?