নিজেই বানিয়ে ফেললাম ছোট্ট একটা Mp3 Player

আসসালামু আলাইকুম। টেকটিউনে এটা আমার প্রথম টিউন। কোন ভুল হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রোগ্রামিং জগতে আমি একেবারেই নতুন। নিজের চেষ্টা আর ইন্টারনেট বিশেষ করে টেকটিউনের বদৌলতে প্রোগ্রামিং টা একটু শেখার চেষ্টা করছি। আজ তাই শখ করে একটা mp3 player  বানিয়ে ফেললাম। তাই ভাবলাম mp3 player  টা আপনাদের সাথে শেয়ার করি। Player এর সাইজটা হাস্যকর রকমের ছোট। মাত্র ২৪ কেবি। ডাউনলোড করে ওপেন করে এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে mp3 ফাইল লোড করুন। এক বা একাধিক ফাইল সিলেক্ট করতে পারবেন। ফাইল player  এ আসার পর সেটার উপর ক্লিক করে play বাটনে  ক্লিক করলেই গান প্লে হবে।
ডাউনলোড এখানে : http://www.mediafire.com/download/n6db2hk2uckk21f/Smusic+Player+2014.exe

Level 0

আমি সাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভুলেও কেও ডাউনলোড করেবেন না এটি ভাইরাস !!

না জেনে না বুঝে কথা বলেন কেন? এটা ভাইরাস আপনাকে কে বললো???

অসাধারন টিউন। আমাকে একটু help করুন আমি প্রোফাইল এ আমার নিজের পিকচার দিতে পারছি না।

ধন্যবাদ

কিছু স্ক্রীনশট দিলে ভাল হত।

প্রথম টিউন তাই স্ক্রীনশট দেওয়ার কথা মনে ছিল না। নেক্সট কোন টিউনে অবশ্যই দিব।