বিসমিল্লাহির রাহমানির রাহিম
সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।আম্রা অনেকেই ভিজুয়াল বেসিক এর বাংলা বই বা টিউটোরিয়াল খুজি কিন্তু পাই না।তাই আমি আপনাদের একটি ভিজুয়াল বেসিকের বাংলা বই দিয়ে দিচ্ছি যেটা মুলত ১৪ টা অধ্যায় ভাগ করা আছে তার সাথে ৫ টা প্রোজেক্টের পুর্নাঙ্গ কোড রয়েছে।আর তার সাথে বোনাস হিসেবে ৫৫ টি ছোট ছোট প্রোজেক্টের কোডদিয়ে দিলাম।
অনেকের প্রশ্ন থাকতে পারে ভিজুয়াল বেসিক কি ???
তাদের জন্য ভিজুয়ায় বেসিক হল কপমিউটারের প্রোগ্রামিং ভাষা যার দ্বারা সফটওয়্যার বানানো হয়।আচ্ছা বাকিটা বই এ পাবেন
বইয়ের ডাউনলোড লিঙ্ক এখানে
সোর্স কোড ডাউনলোড লিঙ্ক এখানে
আর আমার ভিজুয়ায় বেসিকের উপর একটি বাংলায় টিউটোরিয়াল সাইট আছে সময় পেলে ঘুরে আসবেন এখানে
আমি শিহাব সিজান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই খুব সুন্দর টিউন। সফটওয়্যার লিংক এবং কি ভাবে সেটাব করবো বিস্তারিত লিখলে ভাল হয়। আমি অনেক বার সফটওয়্যার সেটাপ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারি নাই।