খুব সহজেই তৈরি করুন Fake Error Message

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই!!! অনেকদিন পর পোস্ট করতে বসলাম...
তাই একটু ভিন্নধর্মী টিউন্স নিয়ে হাজির হলাম...আর কথা বারাব না । কাজের কথায় আশা যাক...

আগে যদি কেউ টিউন্টি করে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত...

নোটপ্যাড দিয়ে যেভাবে error message তৈরি করবেনঃ

  • প্রথমে   Notpad Open করুন।
  • তারপর টাইপ করুনঃ .LOG

  • তারপর এটা Save করে নিন যে কোন জায়গায়। তারপর পুনরায় এটি Open করলে দেখবেন সময়-তারিখ Show করছে। অর্থাৎ আপনি যখন কিছু লিখতে যাবেন তখন এটি যখন লিখছেন তখনকার সময়-তারিখ Save করে রাখবে।

এবার Fake Error Message যেভাবে তৈরি তৈরি করবেনঃ

  • প্রথমে নোটপ্যাডটা Open করুন।
  • তারপর টাইপ করুন msg * Error: Your system is affected by virus !!!
এখানে আপনি " Your system is affected by virus !!! " এর জায়গায় অন্য লেখা লিখতে পারেন। এটাই Error Message হিসেবে Show করবে।
  • তারপর File এ ক্লিক করে Save as... এ ক্লিক করুন। তারপর File name দিন virus.bat

এবার Save করে নিন। তারপর  .bat ফাইলটা Open করুন। দেখবেন এরকম Message আসবে। হা হা হা। কি মজা পাইলেন নাকি !

প্রথমে এখানে প্রকাশিত হয়েছে

ভাল লাগলে আমার ব্লগ টি ঘুরে আস্তে পারেন 

Level 1

আমি আহসান হাবীব চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টেক্টিউন্স এর রোলস ভাঙ্গা হইছে!!!!! আশা করি করতিপক্ষ জথাজথ বেবস্থা নিবে!!!