আসসালামুয়ালাইকুম কেমন আছেন। ভালোই আছেন হয় তো, আর না থাকলে খুব তারাতারি ভালো হয়ে ওঠেন এই কামনাই করি। আজ আমি আপনাদের দেখাবো কি করে mysql ডেটাবেস ছাড়াই পেজ হিট/ ক্লিক কাউন্টার বানানো যায়।
ডেমো দেখুন এখানে http://www.alquranbd.com
এ জন্য দুটো ফাইল তৈরি করবো।
counter.php
counter.dat
counter.php তে কাউন্টারের সোর্স কোড থাকবে। একটি .php এক্সটেন্সজনের টেক্সট ফাইলে নিচের কোড লিখে counter.php নামে সেইভ করুন।
<?php //counter of alquranbd.com $filecount = "counter.dat"; if(!file_exists($filecount)){echo"The counter database $filecount couldn't be found."; exit;} $fp = fopen ("$filecount", "rb"); while(!feof($fp)) { $total= fread($fp,1024); } fclose($fp); if($total == ''){$total="1";} else{$total += 1;} $fp2 = fopen ("$filecount", "w"); fwrite($fp2, $total); fclose($fp2); echo ' '. $total; ?>
এবার বানান counter.dat ফাইল। এই ফাইল টি কাউন্টারের ডেটাবেস হিসেবে কাজ করবে। একটি টেক্সট ফাইল বানান counter.php নামে। ফাইল টিতে 1 লিখে সেইভ করুন। খবরদার কোনো স্পেস কংবা অন্য কিছু দেবেন না। জাষ্ট 1 লিখবেন। ক্লিক বাড়ার সাথে সাথে এই নাম্বার অটোমেটিক বাড়বে।
এখন যে পেজে কাউন্টার যোহ করতে চান সেখানে
<?php include('inc/sta/counter.php'); ?>
কোড লিখুন।
এই ধরনের সিম্পল কাউন্টার ই ব্যাবহার করা হয়েছে আল কুরআন বিডি ডট কম এ
অনেকে ফেইসবুকে মেসেজ করে জানতে চেয়েছেন alquranbd.com এর সিম্পল এনেমেটেড মেনু বার এর কোড। এর পরে css3 মেনুবারের সেই কোড নিয়ে লিখবো ইনশাল্লাহ।
আমি অপঠিত দৈনিকী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই রকম আড়ও টিউন চাই , ধন্যবাদ