সি শার্প প্রোজেক্ট [পর্ব-১৭] :: তৈরি করুন কালার কোড ফাইন্ডার

সি শার্প প্রোজেক্ট

প্রিয় সি শার্প শিক্ষার্থী আমরা তো একে একে অনেক গুলো প্রোগ্রাম লিখলাম বা শিখলাম। কিন্তু আপনারা কি শিখলেন আমার টিউনগুলো থেকে সেটা আমার জানার কোন উপাই নাই। কারন আপনারা কোন কিছু আমাকে জানাচ্ছেন না। তাই সে বিষয়ে কিছু বললাম না। আসুন আজকের প্রোগ্রামটা শিখি। আজকের প্রোগ্রামটা ওয়েব ডেভলপারদের বেশ কাজে লাগবে। আমরা জানি HTML এ সাধারনত কালার কোড গুলো হেক্সাডেসিম্যাল এ

হয়। কিন্তু এত গুলো কালার এর হেক্সাডেসিম্যাল কোড মনে রাখা অনেক কঠিন। আবার কালার কোড গুলো খুজতেও অনেক ঝামেলা পোহাতে হয়। তাই আজ আমরা এমন একটি প্রোগ্রাম তৈরি করবো যা কালা কোড বের করতে সাহায্য করবে অর্থাৎ প্রোগ্রাম এ কালার সিলেক্ট করে দিলে প্রোগ্রামটি অটোমেটিক কালার কোড বের করে দিবে। আবার কোড লিখে দিলে ওই কোড এ কি কালার হবে তাও বলে দিবে।

চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে visual studio 2008 open করি।
তারপর New > Project
এখন একটি বক্স ওপেন হবে। বাম পাশের বক্স থেকে visual c# > windows
তারপর ডানপাশের বক্স থেকে windows forms application select  করি। তারপর প্রোজেক্ট এর নাম লিখুন।
এখন একটি উইন্ডোজ ফরম ওপেন হবে। এই ফরম এ আমরা বিভিন্ন কন্ট্রোল যোগ করবো।
তাহলে প্রথমে ফরম এ ৩টি group box যোগ করি ও নিচের টেবিল অনুযায়ী প্রোপার্টিজ পরিবর্তন করি
Control
Control name
Text
Groupbox1
Groupbox1
Color to Hex Converter
Groupbox2
Groupbox2
Hex to Color Converter
Groupbox3
Groupbox3
Select
এখন Groupbox1 এ নিচের টেবিল অনুযায়ী কন্ট্রোল যোগ করি ও প্রোপার্টিজ পরিবর্তন করি
Control
Control name
Text
listBox1
listBox1
ফাঁকা থাকবে
textBox1
textBox1
ফাঁকা থাকবে
button1
button1
ফাঁকা থাকবে
এখন Groupbox2 এ নিচের টেবিল অনুযায়ী কন্ট্রোল যোগ করি ও প্রোপার্টিজ পরিবর্তন করি
Control
Control name
Text
textBox2
listBox2
ফাঁকা থাকবে
label1
label1
label1
button2
button2
Convert
button3
button3
ফাঁকা থাকবে
এখন Groupbox3 এ নিচের টেবিল অনুযায়ী কন্ট্রোল যোগ করি ও প্রোপার্টিজ পরিবর্তন করি
Control
Control name
Text
button4
button4
Exit
button5
button5
Clear
button6
button6
About
এখন ফরমটিকে নীচের ছবির মত ডিজাইন করুন
ফরমের ডিজাইন শেষ হলে আমরা কোডিং করবো
এখন
namespace WindowsFormsApplication1
{
    public partial class Form1 : Form
    {
        public Form1()
        {
            InitializeComponent();
        }
এর মাঝখানে নিচের কোডটুকু পেস্ট করি
        string Color_to_Hex(Color c)
        {
            return ColorTranslator.ToOle(c).ToString("X");
        }
        Color Hex_to_Color(string hx)
        {
            int x = int.Parse(hx, System.Globalization.NumberStyles.HexNumber);
            Color c = ColorTranslator.FromOle(x);
            return c;
        }
ঠিক নিচের ছবির মতো
এখন ফরম এর লোড ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
            string[] colors = Enum.GetNames(typeof(KnownColor));
            foreach (string s in colors)
            {
                listBox1.Items.Add(s);
            }
            label1.Text = "";
            this.Opacity = 0.95;
এখন listBox1 এর SelectedIndexChanged ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
            string str = listBox1.SelectedItem.ToString();
            Color c = Color.FromName(str);
            textBox1.Text = Color_to_Hex(c);
            button1.BackColor = c;
এখন button2 এর Click ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
            try
            {
                string str = textBox2.Text;
                Color c = Hex_to_Color(str);
                label1.Text = "Name : " + c.Name;
                button3.BackColor = c;
            }
            catch
            {
                label1.Text = "Error !!!";
            }
এখন button4 এর Click ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
            Application.Exit();
এখন button5 এর Click ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
textBox1.Clear();
textBox2.Clear();
এখন button6 এর Click ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
            string about = "";
            about = "This Is Identify Color code \n" + "Created by : Aminul Islam\n" + "Contact : 01778716136";
            MessageBox.Show(about, "About Me", MessageBoxButtons.OK, MessageBoxIcon.Information);
খন key-board থেকে F5 চেপে প্রোগ্রামটি রান করুন।
সোর্স কোডটি ডাউনলোড করুন।
সবাইকে  ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আর যদি বুজতে না পারেন তবে ফেসবুক জানাতে পারেন। যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো।
প্রথম প্রকাশিত এখানে

Level 2

আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস