গতপর্বে আমরা User defined Type কি তা আলোচনা করেছিলাম। অল্পস্বল্প কিছু বেসিক কথাবার্তাও বলেছিলাম।গতপর্বে যেই প্রোগ্রামটা দেখিয়েছিলাম সেখানে বুঝানোর সুবিধার্থে Object Oriented এর কিছু rules violate করেছিলাম।এই পর্বে আরেকটি প্রোগ্রাম দিয়ে Object Oriented এর data must be private এই rules দিয়ে কোড করে দেখাবো।শুরুতেই Person নামে নতুন একটা টাইপ বানালাম অর্থাৎ Person.cs নামে একটি ক্লাস নিলাম। ক্লাসের মধ্যে তিনটি private ভেরিয়েবল, দুইটি constructor এবং একটি মেথড নিচের মতো করে লিখলাম।
এবার প্রোগ্রামটির UI দেখে নিই:
Save এবং Show Full Name বাটনের ক্লিক ইভেন্টে নিচের মতো করে কোড লিখলাম:
এরপর প্রোগ্রামটি রান করিয়ে ইউজার নাম ইনপুটদিয়ে Save বাটনে ক্লিক করলে নামগুলো সেইভ হবে।
এরপর show Full Name বাটনে ক্লিক করলে person টির Full Name দেখতে পাবেন।
এই পর্ব আপাতত এতোটুকুই।
আমি Hasnat Riaz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রাক্তন ছাত্র, কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সুন্দর হচ্ছে ভাই চালিয়ে যান