এখন ফরম এ একটি টাইমার জোগ করি।
টাইমার জোগ করা হলে আমরা কোডিং করবো। না না ভয় পাবন না। বেশী বা কঠিন কোন কোড নয়।
public Form1()
{
InitializeComponent();
}
উপররের কোডটুকুর কেবলই নিচে public Boolean top = true;
public Boolean left = true;
public int Speed =25; এই কোডটুকু লিখি।
এখন টাইমারের উপর ডাবল ক্লিক করে নিচের কোডটুকু লিখি
try
{
if (top == true) Form1.ActiveForm.Top += Speed; else Form1.ActiveForm.Top -= Speed;
if (left == true) Form1.ActiveForm.Left += Speed; else Form1.ActiveForm.Left -= Speed;
if (Form1.ActiveForm.Top >= Screen.PrimaryScreen.Bounds.Height - 40) top = false;
if (Form1.ActiveForm.Left >= Screen.PrimaryScreen.Bounds.Width - 37) left = false;
if (Form1.ActiveForm.Top < -5) top = true;
if (Form1.ActiveForm.Left < -5) left = true;
}
catch
{
timer1.Enabled = false;
}
এখন picturebox1 এর click event এ নিচের কোডটুকু লিখি
timer1.Enabled = true;
আবার form এর Activated event এ নিচের কোড লিখি
timer1.Enabled = true;
এখন key-board থেকে F5 চেপে প্রোগ্রামটি রান করুন।
সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আর যদি বুজতে না পারেন তবে ফেসবুক । যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ টিউনের জন্য।