বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আজ আমরা একটু প্রোগ্রামিং এর মাধ্যমে ছোটবেলায় ফিরে যাবো। আমরা ছোটবেলায় অনেক নামতা পড়েছি আবার খাতায় হোম ওয়ার্ক ও করেছি। বিশেষ করে ভাই আমি স্যার এর কাছে নামতা এর জন্য অনেক মাইর খাইছি। যে মারের দাগ এখনও আমার হাতে আছে। তাই বড় হয়ে ছোটদের কথা চিন্তা করে তাদের জন্য তৈরি করি
চমৎকার একটা নামতার সফটওয়্যার। যার মধ্যে শুধু যে ঘরের নামতা পরতে চায় সে ঘরের নাম্বার দিলেই ওই ঘরের নামতা দেখাবে।
চলুন তাহলে শুরু করা যাক।
১। ভিসুয়াল স্টুডিও ২০০৮ অথবা ২০১০ চালু করুন।
২। নতুন প্রোজেক্ট তৈরি করুন এবং একটা নাম দিন
৩। এখন চাইলে আপনি আপনার form properties change করতে পারেন যেমন form text, form icon ইত্যাদি।
৪। এখন বাম পাশের টুলস বক্স থেকে নিচের কন্ট্রোল গুলো ফর্ম এ এড করি।
ক) ২টি Label এড করি। এবং এদের properties থেকে Auto Size-কে false করি এবং Name Change করে lavel1 কে lbl_number ও lavel2 কে lbl_ans লিখি। এখন lbl_number এর Text পরিবর্তন করে “Type Number”-লিখি ও lbl_ans এর ফাঁকা করে দেই।
খ) একটি text box নেই এবং এর Name পরিবর্তন করে txt1 লিখি।
৫। এখন ফর্ম এ যোগ করা টুলস গুলো নিচের ছবির মত করে সাজান।
৬। txt1 নামের text box টিতে ডাবল ক্লিক করে নিচের কোড গুলো পেস্ট করি
try
{
for (int i = 1; i <= 10; i++)
{
lbl_ans.Text = lbl_ans.Text + txt1.Text + " X " + i.ToString() + " = " + (Convert.ToInt32(txt1.Text.Trim()) * i) + "\n";
}
}
catch { txt1.Text = ""; lbl_ans.Text = ""; };
৭। এখন F5 বাটন টি চেপে প্রোগ্রামটি রান করুন এবং শুধু টেক্সট বক্সটিতে নাম্বার লিখুন আর দেখুন সফটওয়্যার টি নামতা দেখাচ্ছে।
প্রোগ্রামটি রান করার পর
সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আর যদি বুজতে না পারেন তবে
ফেসবুক অথবা ০১৮৫৬-২৫৪৬১৩ এই নাম্বার এ ফোন করে জানাতে পারেন। যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো।
অনেক সুন্দর হচ্ছে আপনার টিউনগুলো @ চালিয়ে যান @ সাথে আছি