সি শার্প প্রোজেক্ট [পর্ব-০৬] :: ওয়েবসাইট এর আইপি এড্রেস বের করার প্রোগ্রাম তৈরি করুন

সি শার্প প্রোজেক্ট

বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আজ আমরা একটি নতুন প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। আমাদের অনেক সময়ই কোন ওয়েবসাইট এর আইপি এড্রেস নিয়ে কাজ করতে হয় কিন্তু আমরা বেশির ভাগ ওয়েবসাইট এর আইপি এড্রেস জানি না কিন্তু ডোমেইন নেম জানি । আজ আমরা সেই রকম একটি প্রোগ্রাম লিখবো যার মধ্যে ওয়েবসাইট এর ডোমেইন নেম এন্ট্রি দিলে ওয়েবসাইটটির আইপি এড্রেস বের করে দিবে। চলুন তাহলে শুরু করা যাক।

  •  ভিসুয়াল স্টুডিও ২০০৮ অথবা ২০১০ চালু করুন।
  •  নতুন প্রোজেক্ট তৈরি করুন এবং একটা নাম দিন
  •  এখন চাইলে আপনি আপনার form properties change করতে পারেন যেমন form text, form icon ইত্যাদি।
  •  এখন বাম পাশের টুলস বক্স থেকে নিচের কন্ট্রোল গুলো ফর্ম এ এড করি।

ক) একটি Label1 নিব এবং এর প্রোপারটিজ থেকে টেক্সট পরিবর্তন করে দিব Web Site: এবং আর একটি Label2 নিব এর প্রোপারটিজ থেকে টেক্সট পরিবর্তন করে দিব IP Address:

খ) একটি Button1 এড করি এবং এর টেক্সট কে পরিবর্তন করে Display IP Address লিখি।

গ) একটি textBox1 নিব এবং এর প্রোপারটিজ থেকে Name পরিবর্তন করে দিব txt_website এবং আর একটি textBox2 নিব এর প্রোপারটিজ থেকে Name পরিবর্তন করে দিব txt_ip_address.

  •  এখন ফর্ম এ যোগ করা টুলস গুলো নিচের ছবির মত করে সাজান।

  •  এখন আমরা কোডিং এ যাবো। ফর্ম এর কোড ভিউ তে গিয়ে। সবার উপরের কোড গুলো যেমনঃ

</pre>
using System;

using System.Collections.Generic;

using System.ComponentModel;

using System.Drawing;

using System.Text;

using System.Windows.Forms;

এই কোড গুলকে নিচের কোড দ্বারা রিপ্লেস করুন।

</pre>
using System.Diagnostics;

using System;

using System.Windows.Forms;

using System.Collections;

using System.Drawing;

using Microsoft.VisualBasic;

using System.Data;

using System.Collections.Generic;

using System.Net;

এখন button1 বাটন ক্লিক ইভেন্ট এর মধ্যে

</pre>
IPHostEntry hostname = Dns.GetHostByName(txt_website.Text);

IPAddress[] ip = hostname.AddressList;

txt_ip_address.Text = (string) (ip[0].ToString());

এই কোডটুকু লিখি।

  • এখন F5 বাটন টি চেপে প্রোগ্রামটি রান করুন এবং ওয়েবসাইট এর টেক্সট বক্স এ ওয়েবসাইটটির নাম লিখুন এবং বাটনটি ক্লিক করুন দেখেন আইপি এড্রেস এর ঘরে আইপি এড্রেসটি দেখাচ্ছে।
  • সোর্স কোডটি ডাউনলোড করুন।

সবাইকে  ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

আর যদি বুজতে না পারেন তবে ফেসবুক । যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো। এই টিউনটি প্রথম প্রকাশিত এইখানে

Level 2

আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ।