সি শার্প প্রোজেক্ট [পর্ব-০২] :: তৈরি করুন সি শার্প এ অটো টাইপার

সি শার্প প্রোজেক্ট

বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। আজ আমরা একটি নতুন প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। আমরা অনেক সময়ই দেখি অনেক সফটওয়্যার এর ডানপাশে অথবা বামপাশে কিছু লেখা অটো টাইপ হচ্ছে। আজ আমরা সেই রকম একটি প্রোগ্রাম লিখবো যার মধ্যে কিছু লেখা অটো টাইপ হবে চলুন তাহলে শুরু করা যাক।
১। ভিসুয়াল স্টুডিও ২০০৮ অথবা ২০১০ চালু করুন।
২। নতুন প্রোজেক্ট তৈরি করুন এবং একটা নাম দিন
৩। এখন চাইলে আপনি আপনার form properties change করতে পারেন যেমন form text, form icon ইত্যাদি।
৪। এখন বাম পাশের টুলস বক্স থেকে নিচের কন্ট্রোল গুলো ফর্ম এ এড করি।
  • একটি Label1 নিব এবং এর প্রোপারটিজ থেকে Auto Size কে False করি, ForeColor কে Red করি, BackColor কে Black করি।
  • একটি Button1 এড করি এবং এর টেক্সট কে পরিবর্তন করে Start Typing লিখি।
  • একটি timer1 যোগ করি এবং এর প্রোপারটিজ থেকে Interval কে ১০০ করি।
৫। এখন ফর্ম এ যোগ করা টুলস গুলো নিচের ছবির মত করে সাজান।
৬।          public Form1()
            {
                  InitializeComponent();
            } এই কোডটুকুর কেবলই নিচে
            public string str_;
            public int count_; এই কোডটুকু লিখি।
৭। এখন Timer1 ডাবল ক্লিক করে Timer1 কন্ট্রোলের Timer1_Tick ইভেন্টের মধ্যে নিচের কোড গুলো লিখি।
                  if (Label1.Text.Length == str_.Length)
                  {
                        Timer1.Enabled = false;
                        return;
                  }
                  Label1.Text = str_.Substring(0, count_);
                  count_++;
৮। এখন বাটনের উপর ডাবল ক্লিক করে Button1_Click ইভেন্টের মধ্যে নিচের কোড লিখি
                  Label1.Text = "";
                  count_ = 1;
            str_ = "Md. Aminul Islam (IT Student).\nIf you have some queries, feel free to contact the number or e-mail below."+
                "\nMobile: 01788-7161 or 01856-2546.\nE-mail: [email protected].\nfacebook : https://www.facebook.com/aminul01788716136";
                  Timer1.Enabled = true;
৯। এখন F5 বাটন টি চেপে প্রোগ্রামটি রান করুন এবং Start Typing বাটনটি ক্লিক করুন দেখুন অটো টাইপ হচ্ছে।
সোর্স কোডটি ডাউনলোড করুন।
সবাইকে  ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই জানাবেন। যত দ্রুত সম্ভব আপনার উত্তর দেয়ার চেষ্টা করবো।
টিউনটি প্রথম প্রকাশিত এইখানে

Level 2

আমি ইসলাম আমিনুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস